শুক্রবার, ২১ ফেব্রুয়ারি ২০২৫

|

ফাল্গুন ৮ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

মিতালী মার্কেটে হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল 

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২০:১২, ১৮ ফেব্রুয়ারি ২০২৫

মিতালী মার্কেটে হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল 

বিক্ষোভ মিছিল

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকায় মিতালী মার্কেটে সন্ত্রাসী হামলার অভিযোগ এনে প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকায় ও মার্কেটের সামনে এই বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়। 

মিছিলকারীরা বক্তব্যে অভিযোগ করেন, গত ১৩ ফেব্রুয়ারি দিবাগত রাতে মার্কেটের দোকান দখলকে কেন্দ্র করে কিছু সন্ত্রাসী দেশী এবং বিদেশি অস্ত্রসহ মার্কেট এলাকায় মহড়া চালিয়ে দোকানপাটে লুটপাট করে দুইজনকে গুরুতর আহত করে। এর প্রতিবাদে মার্কেট দোকান মালিক সমিতি এই বিক্ষোভ মিছিল প্রতিবাদ সভা আয়োজন করে। 

এ বিষয়ে মিতালী মার্কেট ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি আমির হোসেন বাদশা বলেন, ১৩ ফেব্রুয়ারি রাতে আমাদের মার্কেটের মালিক সমিতির অফিসে হামলা করে প্রায় ১৪ লক্ষ টাকা লুটপাট করে নিয়ে যায় এবং দুইজনকে গুরুতর আহত করে। আমরা এই সন্ত্রাসী হামলার দ্রুত বিচার চাই এবং প্রশাসনের হস্তক্ষেপ কামনা করি। 

বিক্ষোভ মিছিলটি সাইনবোর্ড এলাকা প্রদক্ষিণ করে মিতালী মার্কেটের সামনে এসে শেষ হয়।