বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫

|

চৈত্র ১৯ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

সিদ্ধিরগঞ্জে মক্কীনগরে ফার্নিচার মার্কেটে ভয়াবহ আগুণ, ১৪ টি দোকান পুড়ে ছাঁই

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১১:২২, ২ এপ্রিল ২০২৫

সিদ্ধিরগঞ্জে মক্কীনগরে ফার্নিচার মার্কেটে ভয়াবহ আগুণ, ১৪ টি দোকান পুড়ে ছাঁই

প্রতীকী ছবি

সিদ্ধিরগঞ্জে মক্কীনগরে ফার্নিচার মার্কেটে ভয়াবহ আগুণ, ১৪ টি দোকান পুড়ে ছাঁই হয়েগেছে৷ মঙ্গলবার দিবাগত রাত ৪ টায় অগ্নিকান্ডের ঘটনা ঘটে৷ কাচপুর মডার্ণ ফায়ার সার্ভিসের ২ টি ইউনিট দেড় ঘন্টা চেস্টা চালিয়ে বুধবার (২ এপ্রিল) সকাল সাড়ে ৫ টায় আগুন নিভাতে সক্ষম হয়৷ তবে আগুণের সূত্রপাত কিভাবে হয়েছে তা কেউ বলতে পারেনি৷ স্থানীয়রা জানায় রাত ৪ টার দিকে ফার্নিচার মার্কেটটিতে দাউ দাউ করে আগুণ দেখতে পান৷ এ সময় তারা কাচপুর ফায়ার সার্ভিসকে ফোন করলে তাদের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুণ নিয়ন্ত্রণে কাজ শুরু করে৷ তাৎক্ষণে আগুণে মার্কেটের ১৪ টি দোকান পুড়ে ছাঁই হয়ে যায়৷ এ সময় সিদ্ধিরগঞ্জ বিদ্যুৎ কর্মী, সিদ্ধিরগঞ্জ থানার এসআই মাসুদ সঙ্গীয় ফোর্সসহ উপস্থিত ছিলেন৷ স্থানীয়রাও ফায়ার সার্ভিসকর্মীদের সহযোগিতায় এগিয়ে আসেন৷ কিভাবে আগুণের সূত্রপাত হয়েছে এবং মার্কেটের কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা তদন্ত ছাড়া কিছুই বলতে পারছেনা ফায়ার সার্ভিস এর কাচপুর মডার্ণ ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মোঃ জাহাঙ্গীর আলম৷