
ফাইল ছবি
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পাইনাদী পশ্চিম ধনুহাজী ব্রিজের পশ্চিমে ৪ তলা ভবনে নগদ প্রায় দুইলাখ টাকা, ৬০-৬৫ হাজার টাকার বিভিন্ন ব্রান্ডের সিগারেটসহ দোকানের সরঞ্জাম চুরি করে নিয়ে যায় চোরের দল। তবে সংঘবদ্ধ এই চোর চক্র নিজেদের পোশাক ও ছবি ফেলেই চলে গেছে ।
এর মধ্যে রয়েছে একটি শার্ট, একটি পাঞ্জাবি, ১টি শাবল ও ব্লেড এবং পাসপোর্ট সাইজের তিনটি ছবি (যার একটি ছবি তাদের ভাড়াটিয়ারও), হাতে লেখা অনেকগুলো মোবাইল নম্বরের একটি কাগজ ও সাভার থানার মামলা নম্বরের একটি কাগজ।
ওই এলাকার ব্যবসায়ী নিজামের ফ্ল্যাট বাসায় ঈদের রাত থেকে বৃহস্পতিবার আসরের মধ্যে কোন এক সময় এ চুরি সংঘটিত হয়।
ভুক্তভোগী ব্যবসায়ী জানান, অ্যাডজাস্ট ফ্যানের জায়গা দিয়ে প্রবেশ করে ঘরের তালা ভেঙে এ দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটে।