
ফাইল ছবি
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মহানগর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সিনিয়র যুগ্ম মূখ্য সংগঠক তাকবির আমানসহ (২৪) চার জনের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় ধর্ষণ চেষ্টার অভিযোগ দায়ের করা হয়েছে।
মঙ্গলবার (৮ এপ্রিল) সিদ্ধিরগঞ্জ থানায় ভুক্তভোগীর পিতা মোঃ সালাম (৪৫) বাদী হয়ে অভিযোগটি দায়ের করেন।
অভিযুক্তরা হলেন- চাঁদপুর জেলার ফরিদগঞ্জ থানার তাকবির আমান (২৪), মিনহাজ (২৫), সৈকত (২৪) ও মিজমিজি কালু হাজির রোড এলাকার তানবির (২৪)।
অভিযোগে বাদী জানান, আমার মেয়ে মিজমিজি পাইনাদি রেকতম আলী উচ্চ বিদ্যালয় ৮ম শ্রেনীতে পড়াশুনা করে। আমার মেয়ে স্কুলে যাতায়াতের সময় বিবাদী তাকবির আমান (২৪) বিভিন্ন সময়ে আমার মেয়েকে প্রেমের প্রস্তাব নিয়ে আসছিল। বিষয়টি আমার মেয়ে আমাদের জানালে আমরা তাকে সতর্ক করি এবং তার অভিভাবকদের ঘটনা জানাই। এর জেরে সোমবার ৭ এপ্রিল আমি এবং আমার স্ত্রী ছেলে-মেয়েকে বাসায় রেখে কাজে গেলে বিকেলে তাকবির আমার বাসায় যায়। এসময় আমি বাসায় ফোন করলে ছেলের কাছ থেকে জানতে পারি যে আমার মেয়েকে তাকবির জোরপূর্বক ধর্ষনের চেষ্টা করে। এসময় আমার মেয়ের ডাক চিৎকারে আশেপাশের লোকজন এসে বিবাদীকে ঘরে তালা বন্ধ করে রাখে।
পরবর্তীতে তাকবিরের পবিবারের লোকজনদের খবর দিলে তার আরো ৫০/৬০জন অজ্ঞাত লোকজন ডেকে নিয়ে এসে তাকবিরকে নিয়ে পালিয়ে যায়।
অভিযোগ পেয়েছেন জানিয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর আলম জানান, ওদের একে অপরের সাথে প্রেম ছিল। মেয়েটি বিয়ের জন্য দাবি করে আসছিল। ছেলেটি বিয়ে না করায় মেয়েটি এই অভিযোগ আনছে।