রোববার, ১৩ এপ্রিল ২০২৫

|

চৈত্র ২৮ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

শিক্ষার্থীদের সাথে বিক্ষোভ মিছিলে গিয়াসউদ্দিন

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৯:৩২, ১০ এপ্রিল ২০২৫

শিক্ষার্থীদের সাথে বিক্ষোভ মিছিলে গিয়াসউদ্দিন

বিক্ষোভ মিছিল

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ফিলিস্তিনিদের উপর চলমান গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন গিয়াসউদ্দিন ইসলামিক মডেল স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা। এসময় শিক্ষার্থীদের সাথে মিছিলে অংশগ্রহণ করেন জেলা বিএনপির সদস্য মুহাম্মদ গিয়াসউদ্দিন। 

বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকালে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। 

কলেজ প্রাঙ্গন থেকে শুরু হয়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে মিছিলটি।

এসময় ফিলিস্তিনের শহীদদের রুহের মাগফিরাত কামনা করে মানবতা, ন্যায় বিচার ও নির্যাতিতদের পাশে সকলকে দৃঢ়ভাবে দাঁড়ানোর আহ্বান জানান গিয়াসউদ্দিন।