
ফাইল ছবি
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বস্তাবন্দী অবস্থায় মা ও শিশুসহ তিনজনের লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১১ এপ্রিল) সকাল সাড়ে এগারোটার দিকে সিদ্ধিরগঞ্জের মিজমিজি পশ্চিমপাড়া এলাকার বড় বাড়ির আমির হোসেনের বাড়ির পাশ থেকে লাশ তিনটি উদ্ধার করে পুলিশ।
মৃতরা হলেন- সিদ্ধিরগঞ্জ এলাকার মৃত আব্দুুল ছামাদের দুই মেয়ে লামিয়া আক্তার (২২), স্বপ্না আক্তার(৩৫) ও লামিয়ার ছেলে আব্দুল্লাহ (৪)।
এর আগে সকালে বস্তাবন্দী অবস্থায় লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় বাসিন্দা লিখন (২৭) জরুরি পরিসেবা ৯৯৯ নম্বরে ফেন করেন। পরবর্তীতে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশগুলো উদ্ধার করে।
নিহতদের স্বজনরা জানান, মৃত লামিয়ার স্বামী মো ইয়াসিন মাদকাসক্ত। তিনি কোন কাজ কর্ম করত না। যার ফলে লামিয়ার সাথে তর্কবিতর্ক হত। প্রাথমিকভাবে মৃত লামিয়ার স্বামী ইয়াছিন এই হত্যাকান্ডের ঘটনা ঘটিয়েছে বলে তার আত্মীয় স্বজনরা দাবী করছেন।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর আলম জানান, আমরা ঘটনাস্থলে আছি। লাশ উদ্ধার করে পোস্টমর্টেমের জন্য পাঠানো হয়েছে। তদন্ত করে এ ব্যাপারে পরে বিস্তারিত জানানো হবে।