শনিবার, ১৯ এপ্রিল ২০২৫

|

বৈশাখ ৫ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

নারায়ণগঞ্জে জমি দখলকে কেন্দ্র করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নিট কনসার্ন গ্রুপের মধ্যে উত্তেজনা 

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২০:০২, ১৯ এপ্রিল ২০২৫

আপডেট: ২০:০৫, ১৯ এপ্রিল ২০২৫

নারায়ণগঞ্জে জমি দখলকে কেন্দ্র করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নিট কনসার্ন গ্রুপের মধ্যে উত্তেজনা 

পাঠানটুলিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের সঙ্গে নিট কনসার্ন গ্রুপের উত্তেজনা

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের পাঠানটুলিতে একটি জমি দখলকে কেন্দ্র করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের সঙ্গে নিট কনসার্ন গ্রুপের লোকজনের উত্তেজনা দেখা দিয়েছে। দুপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে নিট কনসার্ন গ্রুপের কারখানার সামনে মানববন্ধন করে। পরে রেলওয়ের জমিতে নিট কনসার্নের দেয়া টিনের বেড়া ভেঙ্গে ফেলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। এতে ক্ষুব্ধ হয়ে নিট কনসার্নের লোকজন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের ধাওয়া দেয়। এ ঘটনাকে কেন্দ্র করে দিনভর দুইপক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। 

প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গেছে, দুপুরে 'দখলমুক্ত নারায়ণগঞ্জ চাই, ভূমিদস্যুদের ঠাই নাই' এমন লিখুনির একটি ব্যানার নিয়ে নীট কনসার্ন গ্রুপের বিরুদ্ধে অবৈধভাবে জমি দখলের অভিযোগ তুলে কারখানাটির সামনে মানববন্ধনে করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ১৮-২০ জন নেতাকর্মী। মানববন্ধন শেষে নিট কনসার্ন গ্রুপের সামনে একটি জমি দখলের অভিযোগ তুলে টিনের বেড়া খুলে ফেলে দেয় তারা। এতে ক্ষুব্দ হয়ে 

একপর্যায়ে ধাওয়া দেয় কারখানা মালিকপক্ষ। এতে করে দুইপক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করতে থাকে। খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানার ওসি শাহিনুর রহমানের নেতৃত্বে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। তবে এসময় দফায় দফায় পাল্টাপাল্টি স্লোগান ও উত্তপ্ত বাক্যবিনিময়ে উত্তেজনা বিরাজ করতে থাকে। পরে অতিরিক্ত পুলিশ সুপার হাসিনুজ্জামানও ঘটনাস্থলে আসেন। হামলাকারী নিট কনসার্ন গ্রুপের লোকজনের বিরুদ্ধে কোন ধরনের পদক্ষেপ না নেয়ায় পুলিশের সঙ্গেও বাকবিতণ্ডায় জড়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। এসময় তারা পুলিশের বিরুদ্ধেও নানা ধরনের স্লোগান দিতে থাকে। 

এ বিষয়ে নারায়ণগঞ্জ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম-আহ্বান মেহরাব প্রভাত বলেন, আমাদের জেলা কমিটির সংগঠক অনিক খন্দকারের অল্প কিছু সম্পত্তি নীট কনসার্নের মালিক জাহাঙ্গীর সাহেব দখল করেছেন বলে জেনেছি। যা নিয়ে অনিকদের সঙ্গে কোম্পানির ঝামেলা চলছিল। জানতে পারি আজ দুপুরে অনিকসহ স্থানীয় কয়েকজন মিলে নীট কনসার্নের বিরুদ্ধে মানববন্ধন করার সময়ে নীট কনসার্নের লোকজন বাঁধা দেয়। পরবর্তীতে অনিক আমাদের সহযোগীদের কল করলে আমরা ঘটনাস্থলে এসে তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করি। তখন পুলিশও ঘটনাস্থলেই উপস্থিত ছিল। কথাবার্তার একপর্যায়ে পুলিশের সামনেই আমাদের বোম মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দেয় কোম্পানি মালিকপক্ষ। এখনও আমরা ঘটনাস্থলেই আছি। 

নীট কনসার্নের পরিচালক জাহাঙ্গীর আলম মোল্লা জানান, যে জমির কথা বলা হচ্ছে আমি রেলওয়ে থেকে সেই জমি লিজে নিয়েছি। যার প্রতিমাসে সাড়ে ৪৭ লাখ টাকা খাজনা দেই। যারা আন্দোলন করছে তারা আমাদের সঙ্গে কথাবার্তা না বলেই বাউন্ডারি ভেঙেছে। 

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ শাহিনূর আলম বলেন, আমরা দুপুরে এসেই পরিস্থিতি স্বাভাবিক করেছি। ছাত্রদের ওই নেতা বলেছে তাদের জমি নাকি নীট কনসার্ন দখলে রেখেছেন। অপরদিকে কোম্পানিটি বলছে তারা রেলওয়ে থেকে লিজে নিয়েছেন। এখন জমি নামা মাপা পর্যন্ত কিছু বলা যাচ্ছে না। আমরা ঘটনাস্থলেই আছি কথা বলছি উভয়ের সাথে।