মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫

|

বৈশাখ ৮ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

সিদ্ধিরগঞ্জে ১৬ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১২:২৬, ২২ এপ্রিল ২০২৫

আপডেট: ১২:৫২, ২২ এপ্রিল ২০২৫

সিদ্ধিরগঞ্জে ১৬ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১

মাদক ব্যাবসায়ী গ্রেপ্তার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ফ্ল্যাট বাসায় অভিযান চালিয়ে গাঁজাসহ এক মাদক ব্যাবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে ১৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

এঘটনায় পুলিশ বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছে।

মঙ্গলবার (২২ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর আলম। 

গ্রেপ্তারকৃত আসামি হলেন- বরিশাল জেলার কাজীরহাট এলাকার মোঃ সুমন হোসেনের ছেলে রিফাত হোসেন (১৯)। মামলার অপর আসামি হলেন বরিশালের কাজীরহাট এলাকার আবদুল মালেকের ছেলে ও আটককৃত রিফাতের পিতা মোঃ সুমন হোসেন (৩৯)।

এর আগে মঙ্গলবার রাতে সিদ্ধিরগঞ্জের মিজমিজি এলাকার হাজী মোঃ খলিলুর রহমান ভূঁইয়ার বাড়িতে অভিযান চালিয়ে আসামিকে গ্রেপ্তার করে পুলিশ।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাতে খলিলুর রহমানের বাড়ির তৃতীয় তলায় অভিযান চালিয়ে তিনটি প্যাকেটে মোট ১৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এসময় ফ্ল্যাট থেকে একজনকে গ্রেপ্তার করে পুলিশ।