ফাইল ছবি
“বজ্র কন্ঠে আওয়াজ তুলুন, 'বীর বাঙালী ঐক্য গড়ো, বাংলাদেশ রক্ষা করো” এই শ্লোগানে বাংলাদেশ ও স্বাধীনতা বিরোধী দেশী-বিদেশী ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে নারায়ণগঞ্জে বৃহৎ সমাবেশ যাচ্ছেন নারায়ণগঞ্জ-৪ আসনের আওয়ামীলীগের প্রভাবশালী এমপি একেএম শামীম ওসমান।
শনিবার (১৬ সেপ্টেম্বর) সকাল ৯টায় সোনারগাঁও উপজেলার নাকুরিহাটি ঘাট, চেঙ্গাকান্দি ঘাট, ছটাকিয়া ঘাট ও আনন্দবাজার ঘাট থেকে উপজেলার বারদি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ লায়ন মাহাবুবুর রহমান বাবুলের নেতৃত্বে নৌবহরে করে বারদি ইউনিয়ন থেকে প্রায় ২ হাজার আওয়ামীলীগের নেতাকর্মী সমাবেশকে শক্তিশালী করতে মেঘনাঘাটে অবস্থান করে।
বারদি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ লায়ন মাহাবুবুর রহমান বাবুল নারায়ণগঞ্জ পোস্টকে বলেন, আমার নেতৃত্বে বারদি ইউনিয়ন থেকে আজ প্রায় ২ হাজার নেতাকর্মী মেঘনাঘাটে অবস্থা করেছে। আমরা সোনারগাঁও উপজেলা আওয়ামিলীগ ঐক্যবদ্ধ ভাবে এই মহাসমাবেশ সফল করতে দুইটি লঞ্চে করে প্রায় ১৫ হাজার নেতাকর্মী নিয়ে নারায়ণগঞ্জের উদ্দেশ্যে রওনা করেছি।