প্রতীকী ছবি
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মেঘনা নদী থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ।
বৃহস্পতিবার (১৫ আগস্ট) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন কলাগাছিয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ হাবিবুল্লাহ।
তিনি জানান, স্থানীয়দের দেয়া সংবাদে লাশটি উদ্ধার করা হয়েছে। এখন পর্যন্ত তার নাম পরিচয় শনাক্ত করা যায়নি। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। লাশ ময়নাতদন্তের জন্য সদর জেনারেল হাসপাতালে প্রেরণ করা হবে। ময়নাতদন্তের রিপোর্টের পর জানা যাবে এটি হত্যা না অন্য কিছু।