বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪

|

আশ্বিন ৩ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

সোনারগাঁয়ে প্রতিপক্ষের হামলায় বাড়িঘর ভাঙচুর, লুটপাট ও গাছ কর্তন

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৭:৪৪, ১২ সেপ্টেম্বর ২০২৪

সোনারগাঁয়ে প্রতিপক্ষের হামলায় বাড়িঘর ভাঙচুর, লুটপাট ও গাছ কর্তন

ফাইল ছবি

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের বারদি ইউনিয়নের নুনেরটেক এলাকায় প্রতিপক্ষের হামলায় বাড়িঘর ভাঙচুর, লুটপাট ও বিভিন্ন ফলদ গাছ কর্তনের অভিযোগ উঠেছে।

বুধবার (১১ সেপ্টেম্বর) রাতে পূর্ব শত্রুতার জের ধরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সোনারগাঁ থানায় ভূক্তভোগী মো. খলিল মিয়া বাদি হয়ে অভিযোগ দায়ের করেছেন।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার বারদী ইউনিয়নের নুনেরটেক গ্রামে খলিল মিয়ার সাথে একই এলাকার মো. আক্তার হোসেনের দীর্ঘদিন ধরে পূর্ব শত্রুতায় দ্বন্ধ চলে আসছিল। এ দ্বন্ধের জের ধরে গত বুধবার রাতে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে আক্তার হোসেন ও তার ভাই মো. রতন মিয়াসহ ১০- ১২জনের একটি দল দেশীয় অস্ত্র, দা. রামদা, লোহার রড, লাঠিসোঠা নিয়ে খলিল মিয়ার বাড়িতে হামলা করে ভাঙচুর, লুটপাট করে। এক পর্যায়ে তার বাড়ির ৯টি আমগাছ, ৫-৭টি কাঁঠাল গাছ কেটে ফেলে। বাড়ির পাশে মেঘনা নদীতে বেঁধে রাখা মাছ ধরার নৌকা নিয়ে যায়। এ ঘটনায় ভূক্তভোগী মো. খলিল মিয়া বাদি হয়ে বৃহস্পতিবার থানায় অভিযোগ দায়ের করেন।

অভিযুক্ত মো. আক্তার হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, এ ঘটনার বিষয়ে মিমাংসা করা হবে। এলাকায় দায়িত্ব নেওয়া হয়েছে। তবে নৌকা আমরা নেইনি। 

সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মো. মহসিন বলেন, অভিযোগ গ্রহন করা হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।