ফাইল ছবি
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে গাঁজা ও দেশীয় অস্ত্রসহ বিল্লাল হোসেন সাগর নামে একজনকে আটক করেছে যৌথ বাহিনী।
বুধবার (৯ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারী।
এর আগে রাতে সোনারগাঁ বড় মজলিস এলাকায় অভিযান চালিয়ে বাহাউদ্দিনের ছেলে বিল্লালকে আটক করা হয়।
যৌথ বাহিনীর অভিযানে সেনাবাহিনী ও পুলিশ অংশ নেয়।
ওসি আব্দুল বারী জানান, আসামিকে দেশীয় অস্ত্র, মাদকদ্রব্য গাঁজাসহ আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।