ফাইল ছবি
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জামপুর ইউনিয়নে মিরেরবাগ এলাকায় মামলায় জড়ানো আত্মগোপনে থাকা কাপড় ব্যবসায়ীর জমি দখলের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। গত কয়েকদিন ধরে বিরোধপূর্ন ওই জমি দখলের পর জোরপূর্বক ঘর নির্মাণ করা হচ্ছে। ওই জমি নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে বলে জানিয়েছেন ভূক্তভোগী ওই ব্যবসায়ী। এ ঘটনায় গতকাল বুধবার দুপুরে ওই ব্যবসায়ীর ছেলে কাউসার মিয়া সোনারগাঁ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। এবিষয়ে ব্যবস্থা নিতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন।
জানা যায়, উপজেলার জামপুর ইউনিয়নের মিরেরবাগ এলাকায় কাপড় ব্যবসায়ী বিল্লাল হোসেনের সঙ্গে একই এলাকার লতিফ ভূঁইয়ার জমি সংক্রান্ত বিরোধ চলছিল। এ বিরোধের জের ধরে ওই জমি নিয়ে নারায়ণগঞ্জ আদালতে মামলা চলমান রয়েছে। গণঅভূত্থ্যানে কাঁচপুর ছাত্র জনতা নিহতের ঘটনায় সোনারগাঁ থানায় মামলা দায়ের করা হয়। ওই মামলায় ব্যবসায়ী বিল্লাল হোসেনকে আসামী করা হয়। মামলায় আসামী হয়ে গ্রেপ্তার এড়াতে তিনি আত্মগোপনে চলে যায়। এ সুযোগে বিরোধপূর্ন জমি লতিফ ভুঁইয়ার ও রাসেল ভুঁইয়ার নেতৃত্বে¡ ১০-১৫ জনের একটি দল জোরপূর্বক দখল করে ঘর নির্মাণ করা হচ্ছে। এ ঘটনায় ওই ব্যবসায়ীর ছেলে কাউসার মিয়া বাদি হয়ে সোনারগাঁ থানায় অভিযোগ দায়ের করেন।
ব্যবসায়ী বিল্লাল হোসেন বলেন, মিরেরবাগ এলাকায় ১৪ শতাংশ জমি নিয়ে আব্দুল লতিফ গংদের সঙ্গে বিরোধ চলছিল। এ বিরোধে আদালতে মামলা চলমান রয়েছে। তার বিরুদ্ধে বৈষম্য বিরোরধী ছাত্র আন্দোলনের নিহতের ঘটনায় মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। গ্রেপ্তার এড়াতে তিনি আত্মগোপনে রয়েছেন। সেই সুযোগ প্রতিপক্ষরা জমি দখল করে ঘর নির্মাণ করছেন। সুষ্ঠ তদন্ত করে কাগজপত্র যাচাই বাছাই করে ব্যবস্থা নিতে প্রশাসনের দৃষ্টি কামনা করেছেন ।
অভিযুক্ত লতিফ ভূঁইয়ার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, আওয়ামীলীগ ক্ষমতায় থাকাকালীন তাদের জমি দখল করেছেন বিল্লাল হোসেন। হত্যা মামলার আসামী বিল্লাল পালিয়ে যাওয়ার পর আমাদের জমি কব্জায় নিয়েছি।
সোনারগাঁ থানার ওসি মোহাম্মদ আব্দুল বারী বলেন, আদালতে মামলা চলমান থাকায় বিরোধপূর্ন জমি কেউ দখলে নেওয়ার সুযোগ নেই। এ ঘটনায় অভিযোগ গ্রহন করা হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।