বৃহস্পতিবার, ০৭ নভেম্বর ২০২৪

|

কার্তিক ২২ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

মানববন্ধনে মিথ্যা মামলা প্রত্যাহার করে মুক্তি দাবি

ওসি এসআইকে জেল খাটানোই কাল হলো ব্যবসায়ী স্বপনের

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৭:৫৭, ৬ নভেম্বর ২০২৪

ওসি এসআইকে জেল খাটানোই কাল হলো ব্যবসায়ী স্বপনের

মানববন্ধন

নারায়ণগঞ্জের সোনারগাঁ থানার সাবেক ওসি মোরশেদ আলম ও এসআই সাধন চন্দ্র বসাককে মামলা দিয়ে জেল খাটানোই কাল হলো জমি ব্যবসায়ী জাহিদুল রহমান স্বপনের। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলি ছুড়ে ছাত্র জনতা হত্যার অভিযোগে গত শনিবার রাতে মোগরাপাড়া চৌরাস্তা এলাকা থেকে স্বপনকে গ্রেপ্তার করে র‌্যাব-১১ একটি দল। মিথ্যা মামলা প্রত্যাহার করে স্বপনের মুক্তির দাবি তুলে মানববন্ধন কর্মসূচী পালন করে তার পরিবার ও স্থানীয় শিক্ষার্থীরা। গতকাল বুধবার সকালে সোনারগাঁ প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন করা হয়।  

মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন গ্রেপ্তারকৃত জাহিদুল রহমান স্বপনের ছেলে জাওয়াদ, শিক্ষার্থী মারিয়া আক্তার, মো. তানভির মিয়া, মো.সিয়াম, মো. জুনায়েদ খাঁন, মো. সৌরভ মিয়া, মো. আবির হোসেন ও নওরিন আক্তার প্রমুখ।

মানববন্ধনে গ্রেপ্তারকৃত স্বপনের ছেলে জাওয়াদ বলেন, ২০১৮ সালে একটি কোম্পানির মালিকের পক্ষ হয়ে মোটা অঙ্কের টাকার বিনিময়ে সোনারগাঁ থানার সাবেক ওসি মোরশেদ আলম ও এসআই সাধন চন্দ্র বসাক তার বাবা জাহিদুল ইসলাম স্বপনকে গ্রেপ্তার করে থানায় নিয়ে নির্যাতন করেন। নির্যাতনের ঘটনায় তাদের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়। ওই মামলায় ওসি ও এসআই কারাভোগ করেন। এতে ক্ষিপ্ত হয়ে তার বাবাকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হত্যা মামলায় আসামী দেখিয়ে তাদের অনুসারী র‌্যাব সদস্যদের দিয়ে গ্রেপ্তার করিয়ে আদালতে পাঠায়। আদালতে ৭ দিনের রিমান্ড চাইলে ৩দিনের রিমান্ড মঞ্জুর করে। 

মানববন্ধনে তিনি অভিযোগ করেন, বিরোধপূর্ন জমি পুনরায় দখলের জন্য ওই কোম্পানির লোকজন ওসি মোরশেদ আলম ও সাধন বসাক এর ক্ষমতার অপব্যবহার করে টাকা দিয়ে গ্রেপ্তার করে ফাঁসিয়েছেন। মোবাইল ট্র্যাকিং করলেই প্রমাণ হয়ে যাবে ছাত্র আন্দোলনে তিনি ছিলেন কিনা।  এমনকি আন্দোলনের সময় কোন ছবি বা ভিডিওতে তার বাবাকে দেখাতে পারবে না। তার বাবার বিরুদ্ধে দায়েরকৃত সকল মিথ্যা মামলা প্রত্যাহার করে মুক্তি দাবি করেন।