ফাইল ছবি
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে তাছলিমা (৩৬) নামের এক নারীকে ৭২ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (৩০ নভেম্বর) বেলা ১২ টার দিকে জেলার সোনারগাঁ থানার কাঁচপুর ১নং ফুট ওভার ব্রীজের নীচে মা-বাবা ভাঙ্গারীর দোকানের সামনে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর অভিযান চালিয়ে ওই নারীকে গ্রেপ্তার করে। তাছলিমা কুমিল্লা জেলার কোতোয়ালি থানার বজনখোলার তোফাজ্জল মিয়ার স্ত্রী।
তাকে তল্লাশি করে ৭২ বোতল ফেনসিডিল উদ্ধার করে নারায়ণগঞ্জ জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর।
সোনারগাঁ থানার পুলিশ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমএ বারী গণমাধ্যমকে জানান, থানায় গ্রেপ্তার নারীর বিরুদ্ধে জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর বাদী হয়ে মাদক আইনে মামলা দায়ের করেছে।