বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪

|

পৌষ ১১ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

সোনারগাঁয়ে গরু-ছাগলসহ দুই চোর গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৮:০৯, ১২ ডিসেম্বর ২০২৪

সোনারগাঁয়ে গরু-ছাগলসহ দুই চোর গ্রেফতার

প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে গরু ও ছাগলসহ দুইজন চোরকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় আসামিদের সঙ্গে থাকা ১টি গুরু, ৪টি ছাগল উদ্ধারের পাশাপাশি চোরাইকৃত মালামাল পরিবহনের কাজে ব্যবহৃত ১টি মিনিট্রাক জব্দ করা হয়েছে। 

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) ভোর সাড়ে ৪ টায় উপজেলার তালতলা বাজার এলাকা থেকে তাদের ধরা হয়েছে। 

এদিন বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারী। 

গ্রেফতারকৃতরা হলো: নারায়ণগঞ্জ বন্দর এলাকার মৃত আলী আজগরের ছেলে মো. মামুন (৪০) এবং একই জেলা ও থানার মৃত সিরাজ হোসেনের ছেলে মো. কামাল হোসেন (২৮)।

পুলিশ জানিয়েছে, উপজেলার তালতলা এলাকায় স্থানীয় জনতা গরু চোর সন্দেহে দুই ব্যক্তিকে আটকে মারধর করে। একপর্যায়ে থানা পুলিশের একটি টহল টিম খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছালে স্থানীয়রা গরু ও ছাগলসহ আসামিদের তাদের কাছে হস্তান্তর করে।

(ওসি) মোহাম্মদ আব্দুল বারী জানান, আসামিদের আজ দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।