বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪

|

পৌষ ১১ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

সোনারগাঁয়ে যুবককে পিটিয়ে পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২১:৫৬, ১৩ ডিসেম্বর ২০২৪

সোনারগাঁয়ে যুবককে পিটিয়ে পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা

ফাইল ছবি

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মাজহারুল ইসলাম রাসেল নামের এক যুবককে পিটিয়ে দু’পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। 

শুক্রবার (১৩ ডিসেম্বর) আহত যুবকের বোন রাবেয়া আক্তার বাদি হয়ে এ মামলা দায়ের করে। 

এর আগে গত রোববার দুপুরে মোগরাপাড়া চৌরাস্তার বাড়ি মজলিস এলাকায় তাকে পিটিয়ে দু’ পা ভেঙ্গে দেয়। আহত রাসেল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের অর্থপেডিক বিভাগে ভর্তি আছেন। পরিবারের দাবি, শাহজাহান হত্যা মামলার আসামিদের গ্রেপ্তারে পুলিশকে সহযোগিতা করেছে এমন সন্দেহে তাকে পিটিয়ে পা ভেঙ্গে দেয়। 

জানা যায়, উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের বাড়ি মজলিস এলাকায় গত রোববার দুপুরে কোরবানপুর এলাকার রাসেলের হুকুমে জুনায়েদ হোসেন ঝন্টু, শিলি লিমন, সাকিব, মানিক, চাঁদপুইরা হাবিব ও বিলকিসসহ ৪-৫জনের একটি দল বাড়ি মজলিস এলাকার মাজহারুল ইসলাম রাসেলের ওপর অতর্কিত হামলা করে। এসময় শাহজাহান হত্যা মামলার আসামিদের গ্রেপ্তারে পুলিশকে সহযোগিতা করেছে এমন অভিযোগ তুলে তাকে হকিস্টিক, লাঠিসোটা, লোহার রড দিয়ে পিটিয়ে পা ভেঙ্গে দেয়। এক পর্যায়ে স্থানীয়রা ওই যুবককে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। 

ঘটনার ৫দিন পর শুক্রবার দুপুরে আহত ওই যুবকের বোন রাবেয়া আক্তার বাদি হয়ে ৭জনকে আসামি করে মামলা দায়ের করেন। 

আহতের বোন রাবেয়া আক্তারের দাবি, দুধঘাটা এলাকায় শাহজাহান নামের এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করে মাদক ব্যবসায়ীরা। আসামিরা ওই এলাকা ছেড়ে বাড়ি মজলিস এলাকায় আত্মগোপন করে। ওই আসামিদের স্থান শনাক্ত করে পুলিশ অভিযান চালায়। পুলিশের অভিযানে রাসেল সহযোগিতা করেছে এমন অভিযোগ তুলে তাকে পিটিয়ে দু’পা ভেঙ্গে দেয়। 

এ বিষয়ে কথা বলার জন্য অভিযুক্তদের মোবাইল ফোনে একাধিকবার ফোন করা হলে তাদের মোবাইল বন্ধ পাওয়া যায়। তবে ক্ষুদে বার্তা দিয়েও সাড়া মেলেনি। 

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারী বলেন, যুবকের পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা গ্রহন করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে।