হানগর বিএনপির অভিযান
নারায়ণগঞ্জে সিটি করপোরেশন ও প্রশাসনের পর এবার সড়ক হকার ও যানজটমুক্ত করতে ফুটপাত দখলমুক্তে অভিযান পরিচালনা করেছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির নেতাকর্মীরা।
রোববার (২২ ডিসেম্বর) রাতে শহরের চাষাঢ়া এলাকা থেকে শুরু করে কালীরবাজার এলাকা পর্যন্ত এই উচ্ছেদ অভিযান চলে। এসময় সড়ক দখল করে বসা হকারদের উচ্ছেদ ও মূল সড়কে দোকান না বসানোর ব্যাপারে সচেতন করেন তারা।
এসময় মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু বলেন, মানুষ যেন চলাচল করতে পারে যানজট যেন সৃষ্টি না হয় সেদিকে লক্ষ্য রাখছি। হকাররা ফুটপাতের পাশাপাশি মূল সড়কেও বসতে শুরু করেছে। আরও আগে আমাদের নামা উচিত ছিল কিন্তু আমরা নামতে পারিনি।
তিনি আরো বলেন, আমরা ব্যাবসায়ীদের বলেছি আপনারা ফুটপাতে ব্যাবসা করুন। আমরা আপনাদের পেটে লাথি মারতে চাই না। ফুটপাতে আড়াই থেকে তিন ফুটের বেশি জায়গার বেশি কেউ দোকান দিবেন না। মূল সড়কে কোন দোকান বসানো চলবে না। আমরা শহরের রাস্তা সন্ত্রাস, চাঁদাবাজি ও দখলমুক্ত রাখতে সকলের প্রতি আহ্বান জানাচ্ছি।
এসময় নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এডভোকেট সাখাওয়াত হোসেন খান, যুগ্ম আহ্বায়ক ফাতেহ মোঃ রেজা রিপনসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।