মঙ্গলবার, ০৭ জানুয়ারি ২০২৫

|

পৌষ ২২ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

সোনারগাঁয়ে ২ মাদক কারবারি গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২৩:৩৬, ৪ জানুয়ারি ২০২৫

সোনারগাঁয়ে ২ মাদক কারবারি গ্রেফতার

প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা টোলপ্লাজায় কার্গো গাড়ী থেকে ৬০ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১১। পরে রাত সাড়ে আট টায় সোনারগাঁ থানায় হস্তান্তর করা হয়।

গাঁজা বহনকারী একটি কার্গোটি জব্দ করা হয়েছে। গ্রেপ্তারকৃত মাদককারবারি কাশেম (৩৭) কুমিল্লা জেলার উটবাড়ী গ্রামের কদম আলীর ছেলে এবং ইনসান মিয়া একই জেলার ধনুয়াইশ গ্রামের মৃত রাজা মিয়ার ছেলে।

পুলিশি সুত্রে জানা যায়, শনিবার (৪ জানুয়ারি) রাতে গোপন সংবাদের ভিত্তিতে  ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা টোলপ্লাজায় চেকপোস্ট বসিয়ে রাত সাড়ে সাত টার দিকে ৬০ কেজি গাঁজা ও বহনকারী একটি কার্গো ট্রাকসহ দুই মাদক কারবারিকে আটক করে  র‌্যাব-১১। পরে থানা পুলিশের কাছে হস্তান্তর করে।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমএ বারী জানান, রাত ৮ টার দিকে র‌্যাব-১১ একটি দল ৬০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করে থানায় হস্তান্তর করেছে। আইনি প্রক্রিয়া শেষে আসামিদের আদালতে প্রেরণ করা হবে।