প্রতীকী ছবি
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে শাওন হত্যা মামলায় এজহারভূক্ত আসামী নাহিদ হাসান রাব্বী নামের এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব-১১ একটি দল।
সোমবার রাতে রামপুরা মেরাদিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারের পর গতকাল মঙ্গলবার সকালে সোনারগাঁ থানায় হস্তান্তর করা হয়। পরে তাকে দুপুরে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করে সোনারগাঁ থানা পুলিশ। গ্রেপ্ত্রাকৃত রাব্বী মহজমপুর উত্তর কাজীপাড়া গ্রামের গহন আলীর ছেলে।
জানা যায়, উপজেলার জামপুর ইউনিয়নের মহজমপুর উত্তর কাজীপাড়া (যোগীপাড়া) এলাকায় দীর্ঘদিন ধরে বিএনপি নেতা ইসরাফিলের সাথে একই এলাকায় আওয়ামীলীগ নেতা মোতালেব মিয়ার জমি সংক্রান্ত বিরোধ চলছিল। ওই বিরোধের জের ধরে গত ২৯ আগষ্ট তাদের মধ্যে তর্ক বিতর্ক হয়। এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন রাম দা, লোহার রড, চাপাতি ও লাঠিসোটা নিয়ে একে অপরের ওপর ঝাপিয়ে পড়ে এতে ৫ জন ও মোতালেব পক্ষের ৪ জন আহত হয়। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। আহতদের মধ্যে শাওনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়। এ ঘটনায় পরদিন নিহতের বড় ভাই মোতালেব মিয়া বাদি হয়ে সোনারগাঁ থানায় হত্যা মামলা দায়ের করেন। ওই মামলায় নাহিদ হাসান রাব্বীকে ৫নং আসামী করা হয়। হত্যাকান্ডের পর থেকে সে আত্মগোপনে ছিল। গত সোমবার রাতে রামপুরা মেরাদিয়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে র্যাব সদস্যরা তাকে গ্রেপ্তার করে। পরে তাকে আদালতে প্রেরণ করা হয়।
সোনারগাঁ থানার ওসি মোহাম্মদ আব্দুল বারী বলেন, গ্রেপ্তারকৃত যুবক শাওন হত্যা মামলার এজহারভূক্ত আসামী। গ্রেপ্তারের পর তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।