প্রতীকী ছবি
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মিনু বেগম নামের এক মুক্তিযোদ্ধার বিধবা কন্যাকে পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।
গত বুধ্বার রাতে জামপুর ইউনিয়নের মহজমপুর গ্রামে প্রতিপক্ষের লোকজন পিটিয়ে রক্তাক্ত জখম করে বাড়ি থেকে বের করে দেয়। আহত মিনু বেগমকে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
এ ঘটনায় বৃহস্পতিবার সন্ধ্যায় মিনু বেগম বাদি হয়ে সোনারগাঁ থানায় অভিযোগ দায়ের করেন।
জানা যায়, উপজেলার জামপুর ইউনিয়নের মহজমপুর গ্রামের মৃত কাজী সুরুজ মিয়ার স্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক খানের মেয়ের সাথে তার দেবর কাজী মাঈনের পরিবারিক দ্বন্ধ চলে আসছে। তার স্বামী মারা যাওয়ার পর থেকে তার বাবার মুক্তিযোদ্ধা ভাতা দিয়ে তার সংসারের ভরন পোষন করেন। বিভিন্ন সময়ে তাকে বাড়ি থেকে সন্তানসহ বের করে দেওয়ার জন্য উঠেপড়ে লাগে। গত বুধবার রাত সাড়ে তিনটার দিকে জোরপূর্বক তার বাড়ি থেকে বের করে দেওয়ার জন্য কাজী মাঈন উদ্দিনের নেতৃত্বেন আল আমিন, জামিল, জনি, আমানউল, সুমি বেগম, রুজিনা, রাসেল ও হাবীবসহ ১০-১২জনের একটি দল এলোপাথারিভাবে মারধর করে। উপর্যুপরি আঘাতে মিনু বেগম রক্তাক্ত জখম হন। পরে তাকে বাড়ি থেকে বের করে দেয়। পরে সে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
অভিযুক্ত মাঈনউদ্দিনের সাথে একাধিকবার যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি।
সোনারগাঁ থানার ওসি মোহাম্মদ আব্দুল বারী বলেন, মুক্তিযোদ্ধার কন্যার আহতের ঘটনায় অভিযোগ গ্রহন করা হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।