শীতবস্ত্র বিতরণ
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অস্বচ্ছল মানুষের মাঝে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
শনিবার উপজেলা শম্ভুপুরা ইউনিয়নের হোসেনপুর জনকল্যান সমিতির উদ্যোগে এ সেবা প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এফবিসিসিআইয়ের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও পরিচালক মো: বজলুর রহমান সিআইপি।
হোসেনপুর জনকল্যান সমিতির সভাপতি আব্দুল হাই এর সভাপতিত্বে বক্তব্য রাখেন মুজিবুর রহমান রিপন, প্রবাসী গাজী মনির আহমেদ, হোসেনপুর জনকল্যান সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল আউয়াল, প্রচার সম্পাদক মো. শাহিন আলম, ইমরান হোসেন জনি, আব্দুর রশিদ মিয়া ও হোসেনপুর এসপি ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওমর ফারুক প্রমুখ।
এসময় দুই সহ¯্রাধিক মানুষকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও সহ¯্রাধিক শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। এছাড়া হোসেনপুর এলাকায় অর্ধ শতাধিক মেধাবী শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ ও শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়। পরে বিকেলে জনকল্যান সমিতির উদ্যোগে আয়োজিত ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলার পুরস্কার বিতরণ করা হয়।