কম্বল বিতরণ
নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার নোয়াগাঁও চরকামালদী এলাকায় গতকাল শুক্রবার বিকেলে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া ও অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সাবেক প্রতিমন্ত্রী ও কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক মোঃ রেজাউল করিম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটি সাবেক সহ-সভাপতি অধ্যাপক ওয়াহিদ বিন ইমতিয়াজ বকুল।
নোয়াগাঁও ইউনিয়ন বিএনপি নেতা মতিউর রহমান মতির সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- সোনারগাঁও উপজেলা যুবদল নেতা আশরাফ মোল্লা, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহবায়ক মনিরুজ্জামান মনির, সোনারগাঁ পৌরসভা বিএনপি নেতা মনির হোসেন, পনির হোসেন, স্বেচ্ছাসেবক দল নেতা সানোয়ার হোসেন প্রমূখ।
অনুষ্ঠানে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের শতশত নেতাকর্মী উপস্থিত ছিলেন।