প্রতীকী ছবি
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা নিউ টাউন এলাকায় চাঁদা না পেয়ে ব্যবসায়ীর কারখানায় তালা ঝুলিয়ে দিয়েছে বিএনপি নেতা। মেঘনা উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুল গাফ্ফারের বিরুদ্ধে এ অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভূক্তভোগী ব্যবসায়ীর স্ত্রী নারগিছ সুলতানা বাদি হয়ে গত মঙ্গলবার রাতে সোনারগাঁ থানায় ও সেনাবাহিনীর বিশনন্দী সেনা ক্যাম্পে অভিযোগ দায়ের করেছেন। এর আগে গত শুক্রবার সকালে কারখানার শ্রমিকদের বের করে দিয়ে তালা ঝুলিয়ে দেন।
জানা যায়, কুমিল্লার মেঘনা উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুল গাফ্ফারের সঙ্গে সোনারগাঁওয়ের পিরোজপুর ইউনিয়নের নিউ টাউন এলাকার ব্যবসায়ী শফিউদ্দিনের সাথে বিভিন্ন বিষয় নিয়ে পূর্ব হইতে বিরোধ ও শত্রুতা চলে আসছে। নিউ টাউন এলাকায় জমি ক্রয় করে সেখানে একটি বাড়ি নির্মাণ করেন। বিএনপি নেতা গাফ্ফারের বাড়ির ময়লা আবর্জনা শফিউদ্দিনের বাড়ির সীমানার ভেতরে ফেলে পরিবেশ দূষিত করে। বিষয়টি নিয়ে শফিউদ্দিনে বাড়ির ম্যানেজার আব্দুর রহিম প্রতিবাদ করায় তাকে মারধর করে। এছাড়াও তাদের বাড়ির পাশ্ববর্তী নিজস্ব জায়গায় একটি প্লাস্টিক রিসাইকেলিং কারখানা রয়েছে। সেখানে প্রায় ৩০জন লোক কাজ করে জীবিকা নির্বাহ করে। গত দু’ মাস ধরে বিএনপি নেতা আব্দুল গাফফার তার বাড়ির ম্যানেজার সাদেক মিয়ার মাধ্যমে ব্যবসায়ী শফিউদ্দিনের কাছে ১০লাখ টাকা চাঁদা দাবি করে। এ টাকা না দিলে সেখানে ব্যবসা করতে দেবে না বলে হুমকি দেয়। চাঁদার টাকা না পেয়ে গত ১৭ জানুয়ারী শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে আব্দুল গাফফারের নেতৃত্বে সাদেক মিয়া, উজ্জল মিয়া, সৈকত,শাওন,শুভসহ ১০-১২ জনের একটি দল কারখানার শ্রমিকদের বের করে দিয়ে শফিউদ্দিনের কারখানায় তালা ঝুলিয়ে দেয়। কারখানায় তালা ঝুলিয়ে দেওয়ার একটি সিসি টিভি ফুটেজ প্রতিবেদকের হাতে এসেছে। এ ঘটনায় এ ঘটনায় ভূক্তভোগী ব্যবসায়ীর স্ত্রী নারগিছ সুলতানা বাদি হয়ে গত মঙ্গলবার রাতে সোনারগাঁও থানায় ও সেনাবাহিনীর বিশনন্দী সেনা ক্যাম্পে অভিযোগ দায়ের করেছেন।
ভূক্তভোগী ব্যবাসীয় শফিউদ্দিন জানান, সোনারগাঁ উপজেলা বিএনপির সহ-সভাপতি ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলামের প্রভাবে তার ভাগিনা আব্দুল গাফফার এসব অপকর্ম করে যাচ্ছে। ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে সে তার কারখানায় তালা ঝুলিয়ে দিয়েছে বলে অভিযোগ তোলেন। এছাড়াও আব্দুল গাফফারের বিরুদ্ধে কুমিল্লা জেলা পরিষদের সাবেক সদস্য আব্দুল কাউয়ুমের ফ্ল্যাট তালা ঝুলিয়ে দখল করার অভিযোগ রয়েছে। এসব অপকর্মের বিচার দাবি করেছেন ব্যবসায়ী শফিউদ্দিন।
অভিযুক্ত মেঘনা উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুল গাফফার বলেন, আমাদের উভয় পক্ষ থানায় অভিযোগ দায়ের করেছি। ১০ লাখ টাকার চাঁদার দাবিতে তালা ঝুলিয়ে দেওয়ার বিষয়টি তিনি অস্বীকার করেন। পুলিশ কারখানায় তালা ঝুলিয়েছে বলে তিনি দাবি করেছেন।
সোনারগাঁ থানার ওসি মোহাম্মদ আব্দুল বারী বলেন, চাঁদার দাবিতে কারখানায় তালা ঝুলিয়ে দেওয়ার বিষয়ে একটি অভিযোগ গ্রহন করা হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।