ডাকাত সর্দার সাদ্দাম হোসেন গ্রেপ্তার
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ডাকাত সর্দার সাদ্দাম হোসেনকে গ্রেপ্তার করেছে সোনারগাঁ থানা পুলিশ।
রোববার রাতে মোগরাপাড়া ইউনিয়নের হাবিবপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ডাকাত সাদ্দামকে গতকাল সোমবার সকালে নারায়ণগঞ্জ আদালতে পাঠিয়েছে পুলিশ। সে হাবিবপুর গ্রামের মোজাম্মেল হোসেনের ছেলে। গ্রেপ্তারকৃত সাদ্দামের বিরুদ্ধে অস্ত্র, ডাকাতি, ছিনতাই ও মাদকসহ ২১ মামলা রয়েছে।
পুলিশ জানায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের যানবাহনসহ বিভিন্ন বাসা বাড়িতে সাদ্দাম হোসেনের নেতৃত্বে ডাকাতি সংঘটিত হয়ে আসছে। গত রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে মোগরাপাড়া ইউনিয়নের হাবিবপুর গ্রামে পুলিশ অভিযান পরিচালনা করে। এসময় ডাকাত দলের সর্দার সাদ্দাম হোসেনকে গ্রেপ্তার করে।
সোনারগাঁ থানার ওসি মোহাম্মদ আব্দুল বারী জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে ডাকাত দলের সর্দার সাদ্দাম হোসেনকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে অস্ত্র, ডাকাতি, ছিনতাই ও মাদকসহ ২১ মামলা রয়েছে। তাকে নারায়ণগঞ্জ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।