
অবৈধ স্থাপনা উচ্ছেদ
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে গড়ে ওঠা দুই শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন।
বুধবার (১২ ফেব্রুয়ারি) সকাল থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিয়াজ মুর্শেদের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে বুলডোজার ব্যবহার করে এসব অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়। এ সময় কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুরুল হকসহ বিপুল সংখ্যক পুলিশ উপস্থিত ছিলেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিয়াজ মুর্শেদ বলেন, সরকারি জায়গায় অবৈধভাবে গড়ে ওঠা এসব স্থাপনা দখলদারদের বারবার সতর্ক করার পরেও তারা স্থানত্যাগ না করায় প্রশাসন উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।