শুক্রবার, ২১ ফেব্রুয়ারি ২০২৫

|

ফাল্গুন ৮ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

সোনারগাঁয়ে বায়ু দুষনের অভিযোগে চার কারখানাকে জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৮:৫০, ১৮ ফেব্রুয়ারি ২০২৫

সোনারগাঁয়ে বায়ু দুষনের অভিযোগে চার কারখানাকে জরিমানা

প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বায়ু দুষনের অভিযোগে দুটি সিমেন্ট ফ্যাক্টরীসহ ৪ কারাখানাকে জারিমানা করেছে পরিবেশ অধিদপ্তরের মনিটরিং এন্ড এনর্ফোসমেন্ট। 

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) উপজেলা শিল্পনগরী মেঘনাঘাট এলাকায় সকাল থেকে দুপুর পর্যন্ত ৪টি প্রতিষ্ঠানকে ৮ লাখ টাকা জরিমানা করা হয়। 

পরিবেশ অধিদপ্তরের মনিটরিং এন্ড এনফোসমেন্ট  উইংয়ের  নির্বার্হী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন এ অভিযান চালায়। এসময় উপস্থিত ছিলেন পরিবশে অধিদপ্তরের সহকারি পরিচালক মোঃ মোবারক হোসেনসহ আইনশৃংখলা বাহিনীর সদস্যরা।

নির্বার্হী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন জানান, বায়ুদুষণ নিয়ন্ত্রণ বিধিমালা, ২০২২ এর ১১(খ) ধারা লংঘন করায় বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এর ১৫(২) মোতাবেক সোনারগাঁয়ের মেঘনাঘাটে অবস্থিত লাফাজ হোলসিম সিমেন্ট কারখানাকে ২ লাখ টাকা, মেঘনা মিরামিক ইন্ড্রাষ্ট্রিজকে ২ লাখ টাকা, মদিনা সিমেন্ট কারখানাকে ২ লাখ টাকা, এবং ইউনিক সিমেন্ট কারখানাকে ২ লাখ টাকা জরিমানা করা হয়।