রোববার, ২৩ ফেব্রুয়ারি ২০২৫

|

ফাল্গুন ৯ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

পারিবারিক দ্বন্দ্বে প্রয়াত অভিনেত্রী দিতি কন্যার উপর হামলা

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৯:১২, ২২ ফেব্রুয়ারি ২০২৫

পারিবারিক দ্বন্দ্বে প্রয়াত অভিনেত্রী দিতি কন্যার উপর হামলা

ফাইল ছবি

প্রয়াত বাংলা সিনেমার অভিনেত্রী দিতির বসতবাড়িতে হামলার অভিযোগ অভিযোগ উঠেছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টের মাধ্যমে দিতি কন্যা লামিয়া এই অভিযোগ করেন।

শনিবার (২২ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটায় এ ঘটনা ঘটেছে। 

ফেসবুক পোস্টে দিতি কন্যা লিখেছেন, আমার সাথে কি কেউ নাই, আমার বাবা-মা মারা গেছে বলে আমার পাশে কেউ নাই? কেউ নাই, কেউ নাই।

জানা গেছে, সোনারগাঁ পৌরসভা এলাকায় অভিনেত্রী দিতির বসত বাড়ি রয়েছে। সেখানে তার ভাই ও বোনরা বসবাস করে থাকেন। তাদের বসতবাড়ি ও আশপাশে সম্পত্তি নিয়ে দিতির সঙ্গে তার ভাই টিপুর বেশ কয়েক বছর ধরে ঝামেলা চলে আসছিল। দিতির ভাই টিপুর মৃত্যু হওয়ার পর তার স্ত্রী প্রীতি কয়েক দফায় জমি দখলের চেষ্টা চালিয়েও ব্যর্থ হন। এরই ধারাবাহিকতায় আজ দুপুরে টিপুর স্ত্রী স্থানীয় ১০-১২ জনকে নিয়ে ফের জমি দখলের চেষ্টায় চালায়। তখন দখল চেষ্টাকালে দিতির আরেক ভাই আনোয়ার, বোন ও তার মেয়ে লামিয়া বাধা প্রধান করে। ভুক্তভোগী অভিনেত্রী কন্যা লামিয়ার গাড়িতে দখলদাররা হামলা চালিয়ে গাড়ির গ্লাস ভেঙে ফেলে। একপর্যায়ে উভয়ে ধস্তাধস্তির করাকালীন সময়ে লামিয়ার পায়ে ইটের আঘাত লাগে।

এই ঘটনা সম্পর্কে জানতে চাইলে নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (খ- সার্কেল) আসিফ ইমাম জানান, আমি হামলা ঘটনা শুনতে পেয়ে থানা পুলিশকে ঘটনাস্থলে পাঠিয়েছি। হামলার ঘটনায় ভুক্তভোগী থানায় কোনো অভিযোগ করেননি। কাউকে তো অভিযোগ করা লাগবে।