শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৫

|

ফাল্গুন ১৫ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

নারায়ণগঞ্জে ২৮ কেজি গাঁজাসহ মাদক ব্যাবসায়ী আটক

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৫:৩৯, ২৮ ফেব্রুয়ারি ২০২৫

নারায়ণগঞ্জে ২৮ কেজি গাঁজাসহ মাদক ব্যাবসায়ী আটক

ফাইল ছবি

নারায়ণগঞ্জে গাঁজা ও ফেনসিডিলসহ এক মাদক ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন। এসময় তার কাছ থেকে ২৮ কেজি গাঁজা ও ২৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-১১ এর সিনিয়র সহকারী পরিচালক মোঃ গোলাম মোর্শদ।

আটককৃত আসামি হলেন লক্ষীপুরের রামগতির চর আফজল এলাকার মোঃ নোমানের ছেলে মোঃ ইমতিয়াজ (১৯)।

এর আগে শুক্রবার ভোরে সোনারগাঁয়ের আষারিয়ারচর এলাকায় অভিযান চালিয়ে মাদকসহ আসামিকে আটক করে র‍্যাব।

র‍্যাব প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে জানায়, আর্থিকভাবে লাভবান হওয়ার আশায় দেশের বিভিন্ন স্থান থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে ঢাকা, নারায়ণগঞ্জসহ আশেপাশের এলাকায় সরবরাহ করে আসছিলেন আটককারী।

আটককৃত আসামির বিরুদ্ধে সোনারগাঁ থানায় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।