
ফাইল ছবি
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে আধুনিক স্থাপত্য শিল্পের নানা উপাদানে তৈরী আমান মসজিদ অল্প সময়ে দৃষ্টি কেড়েছে সকলের। শুধু সোনারগাঁও বা নারায়ণগঞ্জ নয় মসজিদটি নজর কেড়েছে দেশ ও দেশের বাইরেও।
দৃষ্টিনন্দন মসজিদটি সোনারগাঁ উপজেলার মেঘনা নদীর পাশে বৈদ্যেরবাজার ইউনিয়নের সোনামহি এলাকায় আমান ইকোনমিক জোনের অভ্যন্তরে নির্মিত। এর নামকরণ করা হয়েছে আমান ইকোনমিক জোন মসজিদ। মসজিদটি নির্মানের ফলে এলাকার সৌন্দর্য্যও বৃদ্ধি পেয়েছে বলে অভিমত এলাকাবাসীর।
চার কোটি টাকা ব্যয়ে প্রায় দুই একর জায়গায় সোনারগাঁয়ে বৈদ্যেরবাজার ইউনিয়নের সোনামহি এলাকায় আমান ইকোনমিক জোন কর্তৃপক্ষ তাদের কোম্পানির ভেতরে ২০১৬ সালে মসজিদটির নির্মাণকাজ শুরু করে। মসজিদটির নির্মাণকাজ শেষ হয়েছে ২০২১ সালের শুরুর দিকে। নির্মিত মসজিদের সৌন্দর্যবর্ধনের ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে আধুনিক উপাদান।
মসজিদের প্রধান স্থপতি বায়েজিদ মাহবুব খন্দকার জানান, সচরাচর মসজিদ থেকে একেবারে নতুনত্ব এনে তৈরী করা হয় মসজিদটি। যেহেতু এখন আধুনিক সময় তাই সর্বোচ্চ আধুনিকতার ছোয়া এখানে দিতে চেষ্টা করা হয়েছে। মসজিদে যেন আধ্যাত্মিকতার ছাপ পাওয়া যায় এজন্য এর অভ্যন্তরে একেবারে শান্ত ও নির্মল পরিবেশ তৈরী করা হয়েছে।
তিনি জানান, ভেতরের বৃত্তাকার হলেও চার কোণে মসজিদটি বিভক্ত। মসজিদের পিলারগুলো ১২ ফুট উঁচু। বাইরের অযাচিত কোনো শব্দ যেন মসজিদের ভেতরে প্রবেশ করে ইবাদত-বন্দেগির মনোযোগে কোনো ধরনের ব্যাঘাত না ঘটায়, এজন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছে। অর্থাৎ মসজিদটি নির্মাণ করা হয়েছে মাটির টিবিতে, সাধারণ সমতল ভূমি থেকে একটু ওপরে। এর ফলে মসজিদ বহুদূর থেকেও সহজেই দেখা যায়। মসজিদের খিলানগুলো দিনে ভেতরের আলোর উৎস এবং এর প্যাটার্নযুক্ত নকশাগুলো তীব্র সূর্যের রশ্মিকে নিয়ন্ত্রণ করার জন্য ব্যবহার করা হয়েছে। দূর থেকে এই মসজিদের আধুনিক স্থাপত্যশৈলী যে কাউকে মুগ্ধ করবে।
তিনি আরো জানান, চারদিকে খোলা পরিবেশ, ভিন্ন ধরনের ডিজাইন ও নিরিবিলি পরিবেশে বিশাল জায়গাজুড়ে মসজিদটি নির্মিত। চারপাশ খোলা হওয়ায় পর্যাপ্ত বাতাস প্রবেশ করতে পারে। ফলে তপ্ত রোদেও মসজিদের ভেতরের পরিবেশ থাকে ঠাণ্ডা। একতলা এই মসজিদের ভেতরে কোনো পিলার নেই। মিনারটিও একেবারে মসজিদ-লাগোয়া নয়, ভিন্ন ধাঁচের সুউচ্চ মিনারটি একটু দূরে। সন্ধ্যায় যখন বৈদ্যুতিক বাতি জ্বালানো হয়, তখন ভেসে ওঠে এর মনোমুগ্ধকর দৃশ্য। তবে দিনের আলোতেও মসজিদটি দেখতে কম সুন্দর নয়।