বুধবার, ১২ মার্চ ২০২৫

|

ফাল্গুন ২৭ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

সোনারগাঁয়ে ধর্ষণ ও নারী সহিংসতার প্রতিবাদে মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৬:৩৩, ১২ মার্চ ২০২৫

সোনারগাঁয়ে ধর্ষণ ও নারী সহিংসতার প্রতিবাদে মানববন্ধন

মানববন্ধন

নারী সহিংসতা, খুন, ধর্ষণ ও নিপীড়নের প্রতিবাদে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মানববন্ধন করেছেন সোনারগাঁ নাগরিক সমাজ নামে একটি সামাজিক সংগঠন।

বুধবার দুপুরে উপজেলার সোনারগাঁ প্রেস ক্লাব সংলগ্ন মডেল মসজিদের সামনে এ মানববন্ধন কর্মসুচি পালন করা হয়। মানববন্ধনে সোনারগাঁ নাগরিক সমাজ এর আহŸায়ক ফরিদ হোসেনের সভাপতিত্বে ও সদস্য সচিব খন্দকার পনিরের সঞ্চালনায় বক্তব্য রাখেন সংগঠনের কোষাধক্ষ্য আবু হানিফ, মোগরাপাড়া ইউনিয়ন সমন্বয়ক পুলিন ভূইঁয়া, পৌরসভা সমন্বয়ক সেলিম মিয়া, সদস্য শহিদুল ইসলাম, কবির হোসেন, ইউসুফ আলী, ওমর ফারুক, রওশন জাহান সুলতানা, সমাজ সেবক রফিকুল ইসলাম বিপ্লব, লেখক শাহদাত হোসেন চৌধুরী শিপন, ইঞ্জিনিয়ার জসিমউদ্দিন প্রমূখ।

মানববন্ধনে বক্তারা বলেন, দেশে অব্যাহত ভাবে নারী সহিংসতা, খুন ও ধর্ষণের মাত্রা বৃদ্ধি পেয়েছে। যা উদ্বেগজনক। দ্রæত এসব ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তার করে শাস্তির আওতায় আনতে হবে।

প্রধান উপদেষ্টা ও স্বরাষ্ট্র উপদেষ্টাকে উদ্দেশ্য করে বক্তারা বলেন, আপনারা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি দ্রæত নিয়ন্ত্রনে আনুন। এভাবে একটি দেশ চলতে পারে না। দেশে দ্রæত স্থিতিশীলতা না এলে এ ধরনের ঘটনা বন্ধ হবে না।