শনিবার, ২৯ মার্চ ২০২৫

|

চৈত্র ১৪ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

সোনারগাঁয়ে সড়ক দুর্ঘটনায় মহাসড়কে ৩ কিলোমিটার এলাকাজুড়ে যানজট

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১২:১৮, ২৫ মার্চ ২০২৫

সোনারগাঁয়ে সড়ক দুর্ঘটনায় মহাসড়কে ৩ কিলোমিটার এলাকাজুড়ে যানজট

ফাইল ছবি

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের যাত্রামুড়া এলাকায় ট্রাক ও কাভার্ডভ্যানের সংঘর্ষে ঢাকা-সিলেট মহাসড়কের তিন কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়েছে। এর ফলে ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা।

মঙ্গলবার (২৫ মার্চ) সকালে সোনারগাঁ উপজেলার যাত্রামূড়া এলাকা থেকে কাঁচপুর, বিশ্বরোড পর্যন্ত এই যানজট সৃষ্টি হয়। 

মহাসড়কের এ অংশে রাস্তাটি এক লেনের হওয়ায় এমনিতেই সাধারণ সময়েও এ রাস্তায় যানচলাচলে ধীরগতি থাকে। যানবাহনের চাপ বৃদ্ধি পেলেই এ সড়কে যানজট লেগে থাকে। 

বাসচালক ও সাধারণ যাত্রীরা জানান, সকাল আটটার দিকে যাত্রামুড়া এলাকায় ট্রাক ও কাভার্ডভ্যানের এক্সিডেন্ট হয়েছে। এর পর থেকেই রাস্তায় একই জায়গায় যানবাহন দাড়িয়ে আছে। তখন থেকেই গাড়িতে বসে আছি। 

এবিষয়ে কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াহিদ মোরশেদ জানান, মহাসড়কে সড়ক দুর্ঘটনার কারণে যানজটের সৃষ্টি হয়েছিল। এমনিতেও যানবাহনের চাপ কিছুটা বেশি এখন। মহাসড়কে যানচলাচল স্বাভাবিক রাখতে হাইওয়ের পুলিশ তৎপর রয়েছে।