বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫

|

চৈত্র ১৯ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

সোনারগাঁয়ে অপরাধমূলক কর্মকাণ্ডের প্রতিরোধে মতবিনিময়

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১১:১০, ২ এপ্রিল ২০২৫

সোনারগাঁয়ে অপরাধমূলক কর্মকাণ্ডের প্রতিরোধে মতবিনিময়

ফাইল ছবি

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের রাইজদিয়া গ্রামে বেড়ে গেছে ডাকাত ও চোর, মাদক ব্যবসায়ীদের আনাগোনা৷ গ্রামবাসী অতিষ্ঠ হয়ে মঙ্গলবার (১ এপ্রিল) বিকালে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্কুলের মাঠে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে এক মতবিনিময় সভা করেন।

এলাকাবাসীর দাবি, চুরি,ডাকাতি ও মাদক ব্যবসায় রাইজদিয়া গ্রামের স্থানীয় বাসিন্দারা জরিত রয়েছে৷মাদক ব্যবসায়ীদের একটি মহল স্থানীয় রাজনৈতিক নেতাকর্মীদের টাকা দিয়ে এই মাদক ব্যবসা করে৷ এই অর্থ পেয়ে মাদক ব্যবসায়ীদের মাদক বিক্রয় সহযোগিতা করছেন বলে অভিযোগ উঠে। মাদক ব্যবসায়ীদের নির্মূল করা না গেলে এলাকায় চুরি-ডাকাতি বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। 

সভায় রাইজদিয়া গ্রামের স্থানীয় এলাকাবাসী মাদক নির্মূলে সবাই প্রতিশ্রুতিবদ্ধ হয়। মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হয়৷মাদক ব্যবসায়ী  এবং যারা মাদক গ্রহণ করে তাদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের মাধ্যমে মাদক নির্মূল করতে এলাকাবাসী মতামত প্রদান করেন। প্রশাসনের কাছে গ্রামবাসী এই মহলটির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।