
ফাইল ছবি
নারায়ণগঞ্জে ঈদ উল ফিতরের ছুটিতে সোনারগাঁয়ের পানাম সিটি, তাজমহল ও সোনারগাঁ যাদুঘরে দর্শনার্থীদের ব্যাপক ভিড় দেখা গেছে। রাজধানী ঢাকার সন্নিকটে হওয়ায় সোনারগাঁয়ে দর্শনার্থীরা ভিড় একটু বেশি।
মঙ্গলবার (১ এপ্রিল) সোনারগাঁয়ে এ দৃশ্য দেখা গেছে।
মনোরম প্রাকৃতিক পরিবেশে আনন্দ উপভোগ করতে বিভিন্ন বয়সের নারী-পুরুষ ও ছোট ছোট ছেলে মেয়ে বিশেষ করে উঠতি বয়সী যুবক-যুবতিদের পদচারণায় উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছিল পর্যটন কেন্দ্রগুলো। বিশেষ করে দর্শনার্থীদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে সোনারগাঁ জাদুঘর প্রাঙ্গণ।
সোনারগাঁ জাদুঘরে বেড়াতে আসা মতিউর রহমান জানান, আমি পরিবারকে নিয়ে এখানে ঘুরতে আছি। এখানে ইতিহাস সম্পর্কে অনেক শিক্ষণীয় বিষয় আছে। তাই বাচ্চাদের এখানে ঘুরতে নিয়ে এসেছি।
এদিকে দর্শনার্থীদের জন্য রাখা হয়েছে বাড়তি নিরাপত্তা। দেশী বিদেশি দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিতে কাজ করছেন নারায়ণগঞ্জ জেলা ট্যুরিস্ট পুলিশ।