রোববার, ০৬ এপ্রিল ২০২৫

|

চৈত্র ২১ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

যৌতুকের টাকা না পেয়ে স্ত্রীকে হত্যার চেষ্টা, স্বামী গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৩:১১, ৫ এপ্রিল ২০২৫

আপডেট: ১৫:২০, ৫ এপ্রিল ২০২৫

যৌতুকের টাকা না পেয়ে স্ত্রীকে হত্যার চেষ্টা, স্বামী গ্রেফতার

প্রতীকী ছবি

নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁয়ে যৌতুকের টাকা না পেয়ে স্ত্রীকে হত্যার চেষ্টার অভিযোগে স্বামীকে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার (৩ এপ্রিল) বিকেলে ভুক্তভোগী সাদিয়া আক্তার বাদি হয়ে সোনারগাঁ থানায় তার স্বামী উজ্জ্বল (২৮) ও তার শ্বাশুড়ি মোসা: মনোয়ারা বেগম (৬০) এর বিরুদ্ধে মামলা করেন।

সাদিয়ার মা জানান, পালিত মেয়ে সাদিয়া (২০)-কে গত দুই বছর আগে মোগরাপাড়া দমদমা এলাকার মৃত শাহ জাহান মিয়ার ছেলে উজ্জ্বলের সাথে বিয়ে দেয়ার পর থেকেই ৩ লক্ষ টাকা যৌতুকের জন্য মারধর করে আসছে। সর্বশেষ গত ২ এপ্রিল বুধবার বিকেলে তার শ্বাশুড়ি ও জামাই মিলে হত্যার উদ্দেশ্যে রড ও কাঠের ঢাসা দিয়ে তাকে বেধড়ক মারধর করে৷

তিনি আরো জানান, উজ্জ্বলকে বেশ কয়েকবার রিহ্যাবে রেখে চিকিৎসা করার পরও সে মাদকাসক্ত হয়ে আমার মেয়েকে পেটালে স্থানীয় প্রতিবেশীরা তার চিৎকারে এগিয়ে আসে। এসময় পুনরায় অত্যাচার শুরু করে শ্বাশুড়ি। পরবর্তীতে এলাকাবাসী আমার মোবাইলে বিষয়টি জানালে আমি গিয়ে মেয়েকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসি।

সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ মফিজুর রহমান বলেন, আমরা খবর পেয়ে সাথে সাথে ভুক্তভোগী সাদিয়াকে উদ্ধার করতে সক্ষম হয়েছি, অভিযুক্ত স্বামী উজ্জ্বলকে গ্রেফতার করেছি। তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে এবং তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।