মঙ্গলবার, ০৮ এপ্রিল ২০২৫

|

চৈত্র ২৩ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

সোনারগাঁয়ে সরকারী কলেজে বিদ্যুৎপৃষ্ট হয়ে ইলেকট্রিশিয়ানের মৃত্যু, আহত এক

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৯:৩০, ৭ এপ্রিল ২০২৫

সোনারগাঁয়ে সরকারী কলেজে বিদ্যুৎপৃষ্ট হয়ে ইলেকট্রিশিয়ানের মৃত্যু, আহত এক

প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের সোনারগাঁ সরকারী কলেজে বিদ্যুৎপৃষ্ট হয়ে আমির হোসেন (৫০) নামে এক ইলেকট্রিশিয়ানের করুন মৃত্যু হয়েছে।

এসময় নিহতের সহকর্মী মো. শরীফ (৫০) নামে আরো একজন আহত হন। 

বিষয়টি নিশ্চিত করেছেন সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মফিজুর রহমান। 

নিহত ব্যক্তি উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের দমদমা গ্রামের মৃত তোফাজ্জল হোসেনের ছেলে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, আজ দুপুর ৩টার সময়ে সোনারগাঁ সরকারী কলেজে একটি বিকল বৈদ্যুতিক মটর মেরামতের জন্যে শরীফ ও আমির হোসেন যায়। কলেজের বিজ্ঞান ভবনের একটি রুমে কাজ করাকালিন সময়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে আমিন হোসেন ঘটনাস্থলেই মারা যায়, এবং তার সহকর্মী শরীফ গুরুতর আহত হন। পরবর্তীতে এলাকাবাসী ও দমকল বাহিনীর সদস্যরা আহত শরীফকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন।   

(ওসি) মোহাম্মদ মফিজুর রহমান জানান, নিহত ব্যক্তি ইলেকট্রিশিয়ান কর্মী ছিলেন। তার পরিবার মৃতদের ময়নাতদন্ত করতে না চাওয়ায় পরিবারের কাছে মৃতদেহ হস্তান্তর করা হয়েছে। 

নিহতের মৃত্যুতে কলেজ কর্তৃপক্ষের গাফলতি আছে কিনা জানতে চাইলে তিনি বলে, কলেজ কর্তৃপক্ষের গাফলতি আছে কিনা আপাতত বলতে পারছি না। একটি ট্যাংকির কাজ করাকালীন তার মৃত্যু হয়। গাফলতি রয়েছে কিনা সেটা আমরা দেখবো।