শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫

|

বৈশাখ ৪ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

পানাম সিটি পরিদর্শনে সাউথ কোরিয়ার প্রতিনিধি দল

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৯:৩২, ৯ এপ্রিল ২০২৫

পানাম সিটি পরিদর্শনে সাউথ কোরিয়ার প্রতিনিধি দল

সিটি পরিদর্শনে সাউথ কোরিয়ার ২৫ সদস্যের প্রতিনিধি দল

নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী পানাম সিটি পরিদর্শন করেছেন সাউথ কোরিয়ার ২৫ সদস্যের একটি প্রতিনিধি দল।

বুধবার (৯ এপ্রিল) সকালে পানাম সিটি পরিদর্শনে আসেন তারা। 

এসময় অতিথিদের পানাম সিটির বিভিন্ন ঘুরিয়ে দেখান নারায়ণগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। ঐতিহাসিক এই নগরীর বিভিন্ন প্রত্নতাত্ত্বিক ও ঐতিহাসিক স্থাপনা ঘুরিয়ে দেখানোর পাশাপাশি দর্শনার্থীদের কাছে পানাম সিটির ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরেন তিনি।

এসময় পানাম সিটির নান্দনিক কারুকার্য ও স্থাপত্যশৈলী দেখে মুগ্ধ হয়ে একে মানব সভ্যতার ইতিহাসে এক অসাধারণ নিদর্শন হিসেবে অভিহিত করেন কোরিয়ার প্রতিনিধি দলের সদস্যরা।

জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা জানান, বাংলাদেশের প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য সংরক্ষণ এবং সাংস্কৃতিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে এই গুরুত্বপূর্ণ সফর অনুষ্ঠিত হয়েছে। সাউথ কোরিয়ার ২৫ সদস্যের একটি প্রতিনিধিদল ঐতিহাসিক পানাম সিটি পরিদর্শন করেন।

এসময় আরও উপস্থিত ছিলেন প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) সাবিনা আলম, সোনারগাঁ উপজেলার উপজেলা নির্বাহী অফিসার ফারজানা রহমান, সহকারী কমিশনার (ভূমি) মঞ্জুরুল মোর্শেদ, সহকারী কমিশনার (ভূমি), কাঁচপুর সার্কেল সেগুফতা মেহনাজসহ প্রত্নতত্ত্ব অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ।