
প্রতীকী ছবি
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে দাবিকৃত যৌতুকের টাকা না দেয়ায় স্ত্রী ও শ্বশুরকে পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে।
আহতদের সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এঘটনায় গত বৃহস্পতিবার রাতে আহত স্ত্রী শারমিন আক্তার বাদি হয়ে সোনারগাঁ থানায় একটি অভিযোগ দায়ের করেন।
বুধবার রাতে উপজেলার সনমান্দী ইউনিয়নের দৌলতপুর গ্রামে এ ঘটনা ঘটে।
জানা যায়, উপজেলার সনমান্দী ইউনিয়নের চেঙ্গাকান্দি গ্রামের নবীন হোসেনের মেয়ে শারমিন আক্তারের সাথে ১০বছর আগে একই ইউনিয়নের দৌলতপুর গ্রামের আব্দুল লতিফের ছেলে মো. আরিফ মিয়ার বিয়ে হয়। তাদের দাম্পত্যে এক ছেলে ও এক মেয়ে রয়েছে। আরিফ একজন মাদকসেবী। গত কয়েকদিন ধরে এক নারীর সাথে আরিফ পরকীয়ায় লিপ্ত হয়। স্বামীর এ পরকীয়ার প্রতিবাদ করায় স্ত্রী শারমিনকে বিভিন্ন সময় মারধর করে স্বামী আরিফ মিয়া। এ নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে বিরোধ সৃষ্টি হয়। গত বুধবার রাতে স্বামী আরিফ মিয়া তার স্ত্রী শারমিনকে তার বাবার কাছ থেকে ৪ লাখ টাকা আনতে বলেন। এর আগে নতুন ঘর নির্মাণ করতে বাবার কাছ থেকে ৫ লাখ টাকা নেয় আরিফ মিয়া। নতুন করে আরো ৪ লাখ টাকা আনতে বলেন। ওই সময় সে আনতে অস্বীকৃতি জানালে বুধবার রাতে স্ত্রী শারমিনকে অকথ্য ভাষায় গালিগালাজ ও হত্যার হুমকি দিয়ে লাঠি ও লোহার রড দিয়ে বেদম মারধর করে।
খবর পেয়ে শারমিনের বাবা নবীন হোসেন (৬০) তার মেয়েকে উদ্ধার করতে গেলে তাকেও পিটিয়ে মারাত্মকভাবে জখম করে। পরে আশে পাশের লোকজন আহত অবস্থায় তাদের উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এঘটনায় আহত স্ত্রী শারমিন আক্তার বাদি হয়ে গত বৃহস্পতিবার রাতে সোনারগাঁ থানায় অভিযোগ দায়ের করেন।
আহত স্ত্রী শারমিন আক্তার জানান, তাদের সংসার ভাল চলছিল। গত কয়েক মাস ধরে মাদক সেবন ও পরকীয়ায় জড়িয়ে পড়ে। এতে প্রতিবাদ করলে তাকে বিভিন্ন সময় মারধর করে। গত বুধবার রাতে বাবার কাছ থেকে ৪ লাখ ৪ লাখ আনতে বলেন। সেই টাকা আনতে অস্বীকার করায় মারধর করে। পরে তার বাবা সেখানে গেলে তাকেও মারধর করে। এর আগেও ৫ লাখ টাকা নিয়েছেন।
অভিযুক্ত আরিফের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, স্বামী স্ত্রীর মধ্যে পারিবারিক বিষয় নিয়ে কথা কাটাকাটা হয়েছে। এর বেশি না। তারা তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলছেন বলে দাবি করেন।
সোনারগাঁ থানার ওসি মোহাম্মদ মফিজুর রহমান বলেন, অভিযোগ গ্রহন করা হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।