
প্রতীকী ছবি
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১২ এপ্রিল) সকালে সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের কান্দারগাঁও এলাকায় মেঘনা শাখা নদীর পাশের বালুর মাঠে ঝোপের মধ্যে তার মরদেহ পড়ে থাকতে দেখা যায়।
মৃত ব্যক্তির নাম সিরাজুল ইসলাম (৭০), যিনি মেঘনা সংলগ্ন ঝাউচর গ্রামের বাসিন্দা। তিনি প্রায় ছয় দিন ধরে নিখোঁজ ছিলেন। ময়নাতদন্তের জন্য মরদেহ উদ্ধার করেছে সোনারগাঁ থানা পুলিশ।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মফিজুর রহমান জানান, মৃত ব্যক্তির শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। মৃত ব্যক্তি শারীরিকভাবে অসুস্থ ছিলেন বলে ধারণা করা হচ্ছে, এবং তিনি সম্ভবত স্ট্রোক কিংবা অসুস্থ হয়ে ঘটনাস্থলে পড়ে যান।
তিনি আরও জানান, নিহত সিরাজুল ইসলামের মরদেহটি আজ সকালে উদ্ধার হলেও, তার নিখোঁজ হওয়ার পর থেকেই পুলিশ তার সন্ধান চালাচ্ছিল। এখন পুলিশ এই ঘটনার বিস্তারিত তদন্ত শুরু করেছে।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, গত কয়েক দিন ধরে তাকে খোঁজা হচ্ছিল। তার পরিবারের সদস্যরা তার নিখোঁজ হওয়ার পর পুলিশকে খবর দিয়েছিলেন, কিন্তু কেউই ধারণা করেনি যে এমনভাবে তার লাশ পাওয়া যাবে।