বুধবার, ১৬ এপ্রিল ২০২৫

|

বৈশাখ ১ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

সোনারগাঁওয়ে পন্য বর্জনের দাবীতে বিক্ষোভ সমাবেশ 

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৯:৪২, ১৫ এপ্রিল ২০২৫

আপডেট: ১৯:৪২, ১৫ এপ্রিল ২০২৫

সোনারগাঁওয়ে পন্য বর্জনের দাবীতে বিক্ষোভ সমাবেশ 

ফাইল ছবি

আন্তর্জাতিক আদালতে ইসরায়েলের গনহত্যার বিচার নিশ্চিত করা, ফিলিস্তিনে গনহত্যা বন্ধের কার্যকর পদক্ষেপ গ্রহণ ও ইসরায়েলি পন্য বর্জনের দাবীতে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার শান্তির বাজারে মঙ্গলবার বিকেলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে শান্তির বাজার কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা গিয়াসউদ্দিন এর সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- মুফতি ফাউজুল কবির, মুফতি শাহজালাল রাহমানী মাওলানা মোস্তফা মাশরুর, মাওলানা হেজবুল্লাহ, মাওলানা ইলিয়াস হাতেমী, মুফতি মাহফুজুর রহমান, আঃ করিম মেম্বার, ডাঃ রফিকুল ইসলাম,  দেওয়ান সামছুর রহমান, সাইফুল ইসলাম, জয়নাল আবেদিন, ডাঃ ফয়সাল, মাছুম ডাঃ, মাহবুব, মাওলানা ওসমান গনি, আবু হোরায়রা,  ছগির হোসেন, রফিকুল ইসলাম,  আতিকুর রহমান, নাজমুল হোসেন, হাফেজ মোজাম্মেল, মুফতি জাহিদুল ইসলাম, ওমর ফারুক প্রমূখ।

সমাবেশে বক্তারা বলেন, ইহুদীরা ফিলিস্তিনে নির্বিচারে অব্যাহতভাবে গণহত্যা চালিয়ে যাচ্ছে। ফিলিস্তিনে নারী-শিশুসহ গণহত্যা ও মানবাধিকার লঙ্ঘিত হলেও জাতিসংঘসহ আন্তর্জাতিক সংস্থাগুলো নিরব ভূমিকা পালন করছে। আমরা এব্যাপারে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। ইহুদিবাদী ইসরায়েলের কুলাঙ্গার প্রেসিডেন্ট নেতানিয়াহুসহ ঘটনার সাথে জড়িত সকলের ফাঁসি দাবী করছি। এছাড়াও বাংলাদেশে ইহুদিবাদী ইসরায়েলের সকল পন্য বর্জনের আহবান করছি। এসময় ফিলিস্তিনে নির্যাতিত মুসলমানদের জন্য বিশেষ দোয়া ও নিহতদের আত্মার মাগফেরাত কামনা করা হয়। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলে ফ্রী ফ্রী ফিলিস্তিন। ফিলিস্তিনে রক্ত কেন- জাতিসংঘ জবাব চাই? এ স্লোগানে পুরো এলাকা কম্পিত হয়ে উঠে। সমাবেশে হাজার হাজার মুসল্লী ও বিভিন্ন শ্রেণী পেশার লোকজন অংশগ্রহণ করেন।