
প্রতীকী ছবি
মেঘনা পাওয়ার হাউস সংলগ্ন সড়ক থেকে গঙ্গানগর এলাকায় পৌঁছতেই ছিনতাইকারীর কবলে পড়েছেন স্টেড ফাস্ট কুরিয়ার সার্ভিসের কর্মী আবির হোসেন। গতকাল বিকেলে কুরিয়ার এর মাল ডেরিভারী দিয়ে ফেরার পথে তিনি ছিনতাইকারীদের কবলে পড়ে।
আবির হোসেন সোনারগাঁও পৌরসভার মোমের এর ছেলে।
প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগীর ভাষ্যমতে, গতকাল বুধবার সাড়ে বারোটার দিকে মেঘনা পাওয়ার হাউজ রোডে ৪‒৫ জনের একটি সংঘবদ্ধ দল মোটরসাইকেল থামিয়ে “গাড়ি সাইড করো” বলে হুমকি দেয়। আবির হোসেন সাইড করতে অস্বীকৃতি জানালে তাদের একজন চাপাতি দিয়ে দুই দফা কোপ মারার চেষ্টা করে। দৌড়ঝাঁপের মাঝে তিনি গুরুতর আঘাত থেকে রক্ষা পেলেও হামলাকারীরা তাকে কিলঘুষি ও লাথি মেরে ডান কানে আঘাত করে। ফলে তিনি এখনও ঐ কান দিয়ে শুনতে পারছেন না।
হামলাকালে ছিনতাইকারীরা তার কাছ থেকে প্রায় ২০ হাজার টাকা ও বিকাশ থেকে উত্তোলন করা অতিরিক্ত অর্থ ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। ভুক্তভোগী হামলাকারীদের মধ্যে মেঘনা ইসলামপুর এলাকার সুজন ও মোবারক নামে দুই জনকে শনাক্ত করেছেন বাকি সদস্যদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
আহত আবির হোসেনকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। ঘটনার পর সোনারগাঁও থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, “আমরা ইতোমধ্যে আসামিদের পরিচয় শনাক্তে কাজ শুরু করেছি। দ্রুতই তাদের আইনের আওতায় আনা হবে।”
স্থানীয় বাসিন্দাদের মতে, গঙ্গানগর-মেঘনা সড়কটি সন্ধ্যার পর থেকেই কম জনবহুল হয়ে পড়েছে। ফলে এ পথে নিয়মিত টহল জোরদারের দাবি ওঠেছে।