শনিবার, ২৬ এপ্রিল ২০২৫

|

বৈশাখ ১১ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

সোনারগাঁয়ে ডাকাতদের হামলায় ব্যবসায়ী আহত

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২২:০৩, ২৫ এপ্রিল ২০২৫

সোনারগাঁয়ে ডাকাতদের হামলায় ব্যবসায়ী আহত

প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাতদের দেখে ফেলায় মনসুর আলী নামের এক ব্যবসায়ীকে কুপিয়ে আহত করেছে ডাকাত দলের সদস্য সাকিব ও তার সহযোগীরা। গত বৃহস্পতিবার রাতে বাড়ি মজলিস এলাকায় ওই ব্যবসায়ীর ওপর ডাকাতরা হামলা করে তাকে আহত করে। আহত ওই ব্যবসায়ীকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় গতকাল শুক্রবার অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে। 

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের কোম্পানীগঞ্জ গ্রামের মৃত সালাম মিয়ার ছেলে আন্তঃ জেলা ডাকাত দলের সদস্য হত্যা, ডাকাতি, ছিনতাই, মাদকসহ একাধিক মামলার আসামী সাকিব (৩৫) দেশী বিদেশী অস্ত্রসহ তার সহযোগীদের নিয়ে রাত সাড়ে ১১ টার দিকে বাড়ি মজলিস এলাকায় ডাকাতি প্রস্তুতি নিচ্ছিল। 

এসময় হাবিবপুর গ্রামের মৃত সাঈদ বেপারীর ছেলে মোটর পার্টস ব্যবসায়ী মনসুর (৩৮) নিজ ব্যবসা প্রতিষ্ঠান  থেকে বাড়ি ফিরছিলেন । পথে বাড়ি মজলিস ঈদগাহের সামনে তাদের অবস্থানের বিষয়টি জানতে চাইলে ডাকাত সাকিবের নেতৃত্বে তার সহযোগীরা ব্যবসায়ী মনসুর আলীর ধারালো অস্ত্র চাপাতি, ছুরি, চাইনিজ কুড়ালসহ তাকে কুপিয়ে আহত করে। এক পর্যায়ে ব্যবসায়ী মনসুর আলী ডাক চিৎকার দিলে স্থানীয়রা এগিয়ে আসলে ডাকাত সাকিব ও তার সহযোগীরা পালিয়ে যায়। পরে আহত ব্যবসায়ীকে উদ্ধার করে প্রথমে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পরে ঢামেকে নিয়ে যায়। 
এলাকাবাসী জানায়, আন্তঃ জেলা ডাকাত দলের সদস্য সাকিব ও তার সহযোগীরা হাবিবপুর, বাড়ি মজলিস, সাদিপুর, টিপরদী, গোহাট্টাসহ বিভিন্ন গ্রামে ডাকাতি ও ছিনতাই করে থাকে। এছাড়া ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পরিবহনে ডাকাতি করে থাকে।  

সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) রাশেদুল ইসলাম বলেন, ব্যবসায়ীর ওপর হামলা করে কুপিয়ে আহত করার  ঘটনা শুনেছি। কেউ লিখিত অভিযোগ দেয়নি। ইতোমধ্যে ডাকাত সাকিবকে গ্রেপ্তারে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে।  অভিযান চালানো হচ্ছে। ডাকাত সাকিব একাধিক মামলার আসামী। কিছুদিন আগেও তাকে গ্রেপ্তার করে জেল হাজতে রাখা হয়েছে। জামিনে বের হয়ে এ অপকর্ম করছে মনে হয়।