রোববার, ২৭ এপ্রিল ২০২৫

|

বৈশাখ ১৩ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

সোনারগাঁ ইব্রাহিম ভূইয়া দুলু স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২৩:৫৩, ২৬ এপ্রিল ২০২৫

সোনারগাঁ ইব্রাহিম ভূইয়া দুলু স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত

ফাইল ছবি

নারায়ণগঞ্জ সোনারগাঁও উপজেলা জামপুর ইউনিয়ন মালিপাড়া চেয়ারম্যান বাড়ি মাঠে ইব্রাহিম স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সিজন- ১০ ফাইনাল খেলা ইব্রাহিম ভূইয়া দুলু স্মৃতি সংসদের প্রধান উপদেষ্টা, সোনারগা থানা বিএনপি'র সহ-সভাপতি ও জামপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আনোয়ার জাহিদ টুলুর উদ্বোধনের মাধ্যমে অনুষ্ঠিত হয়। 

ইব্রাহিম ভূইয়া দুলু স্মৃতি সংসদের চেয়ারম্যান ও জামপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আনোয়ার সাদত সুমন এর সভাপতিত্বে আবুল হোসেন রিপনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপি যুগ্ন আহবায়ক মাশুকুল ইসলাম রাজীব। প্রধান বক্তা নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক  ফতেহ মোহাম্মদ  রেজা।

বিশেষ অতিথি  মনিরুল ইসলাম সজল, মাহবুবুর রহমান মাহাবুব, দেওয়ান শফিকুর রহমান, এম এ মিলন ভূঁইয়া, নাজমুল হক। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আব্দুল লতিফ, শামীম আহমেদ, রিপন,আবু মোর্শেদ মোল্লা, বাবুল ভূইয়া, বাইজিদ ভূঁইয়া, আওলাদ হোসেন, কামাল ভূইয়া, মতিউর রহমান, সাহেব আলী, আব্দুর রশিদ ভূঁইয়া, সামির হোসাইন সুজন, নুরুজ্জামান, হোসেন, ফজলুল হক, সজীব, রোকন, মাসুম, রুবেল, শহিদুল্লাহ, সেলিম প্রমুখ।

খেলায় আড়াই হাজার একাদশ বনাম মুসার চর একাদশ অংশগ্রহণ করেন। ৩ -১ গোলে মুছার চর একাদশকে হারিয়ে আড়াই হাজার একাদশ বিজয়ী হন। বিজয়ীদের হাতে ফ্রিজ তুলে দেন অতিথিরা।