ফাইল ছবি
দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর আলমের কটুক্তির প্রতিবাদ জানিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর মহিলাদলের সাধারণ সম্পাদক ও নাসিক কাউন্সিলর আয়শা আক্তার দিনা।
মঙ্গলবার (২৩ মে) মধ্যরাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে তিনি এ প্রতিবাদ জানান
প্রতিবাদ বার্তায় দিনা বলেন, তিন বারের প্রধানমন্ত্রীকে নিয়ে জাহাঙ্গীর এর মত এমন ছোট এক নেতার এমন অশালীন বক্তব্যের তীব্র নিন্দা জানাই।মানুষের ভাষাই মানুষের ব্যাক্তিত্বের পরিচয় ফুটিয়ে তোলে।
কয়েক মাস আগে হয়ে যাওয়া জেলা পরিষদ নির্বাচনে বিএনপির যেসব কাউন্সিলর এই নোংরা মনোভাবাপন্ন মানুষটিকে ভোট দিয়েছেন প্রথমেই তাদেরকে ধিক্কার জানাই। আর এই নোংরা ভাষী মানুষটির প্রতি তীব্র নিন্দা ও ঘৃনা প্রকাশ করছি। যদি নারায়ণগঞ্জের বিএনপির নেতা কর্মীরা এখনো বেচে থাকেন তাহলে আমার সাথে সহমত প্রকাশ করে অচিরেই তার প্রতি ঘৃনা প্রকাশ করবেন।