ফাইল ছবি
নারায়ণগঞ্জ বিএনপির বহিস্কৃত নেতা অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকারের তৃণমূল বিএনপিতে যোগ দেওয়ার বিষয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি একটি বিশাল রাজনৈতিক দল। এ দলে এমন খড়কুটো অনেক এসেছে আবার চলেও গেছে। এতে বিএনপির কিছু যায়-আসে না।
সোমবার (১৮ সেপ্টেম্বর) সাবেক ও বহিষ্কৃত নেতাদের তৃণমূল বিএনপিতে যোগদান ইস্যুতে একথা বলেন তিনি।
ফখরুল বলেন, তৈমুর আলম খন্দকার ও শমসের মবিন চৌধুরী বিএনপির সদস্য নন। তারা তাদের ব্যক্তিগত সিদ্ধান্ত নিতে পারেন। তারা আরেকটি দল করতেই পারেন।