শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪

|

পৌষ ৬ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

নৌকার মনোনয়ন ফরম কিনলেন আনোয়ার 

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৭:৪৪, ১৮ নভেম্বর ২০২৩

আপডেট: ১৭:৪৫, ১৮ নভেম্বর ২০২৩

নৌকার মনোনয়ন ফরম কিনলেন আনোয়ার 

মনোনয়নপত্র ফরম কিনেছেন আনোয়ার হোসেন

আগামী জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ ৫ আসনে (সদর-বন্দর) নৌকা প্রতীকে নির্বাচন করতে চেয়ে আওয়ামীলীগ দলীয় মনোনয়নপত্র ফরম কিনেছেন নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের সভাপতি আনোয়ার হোসেন।

শনিবার (১৮ নভেম্বর) বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে তার পক্ষে মহানগর আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আহসান হাবিবসহ দলের নেতাকর্মীরা এ মনোনয়ন ফরম সংগ্রহ করেন তিনি।

জানা যায়, নির্বাচনের প্রত্যাশা থেকে বিগত সময়ে সকল সভা সমাবেশে নারায়ণগঞ্জের ৫টি আসনে নৌকা প্রতীক চেয়ে দলীয় সভানেত্রী শেখ হাসিনার কাছে দাবি জানিয়ে আসছিলেন তিনি। তার দাবির পক্ষে জেলা ও মহানগর আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনও দাবি করে আসছিল ৫টি আসনে নৌকা প্রতীকের। এর মাঝে নারায়ণগঞ্জ ৫ আসনে বিগত ৩ মেয়াদে নৌকার প্রার্থী না থাকায় এখানে আওয়ামীলীগের নেতাকর্মীরা অবহেলিত বলে দাবি তাদের। এ আসনে গত তিন মেয়াদে মহাজোট থেকে জাতীয় পার্টির প্রার্থী জোটের মনোনয়ন পেয়ে আসছেন এবং জয়ী হয়েছেন।

এদিকে আনোয়ার হোসেন নারায়ণগঞ্জের একজন প্রবীন ও বর্ষীয়ান রাজনীতিবিদ হিসেবে পরিচিত। দলের বিভিন্ন পর্যায়ে তার গ্রহণযোগ্যতা রয়েছে। দলীয় নেতাকর্মীদের নিয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর মহানগর আওয়ামীলীগের নেতাকর্মীদের নিয়ে তিনিই প্রথম আনন্দ মিছিল বের করে ২ নং রেলগেটে দলীয় কার্যালয়ে এসে নৌকার পক্ষে নেতাকর্মীদের নিয়ে শ্লোগান দেন। 

আনোয়ার হোসেনের মনোনয়নপত্র ফরম কেনায় উজ্জীবিত দেখা গেছে মহানগর আওয়ামীলীগের একাংশের নেতাকর্মীদের। তারা তার মনোনয়ন ও নারায়ণগঞ্জের ৫টি আসনে নৌকার প্রার্থী পাবার ব্যাপারে নিজেদের প্রত্যাশা ব্যক্ত করেছেন।