রোববার, ২২ ডিসেম্বর ২০২৪

|

পৌষ ৭ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

নৌকা মার্কা’র ফরম নিলেন জি.এম আরাফাত

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৯:১৪, ১৯ নভেম্বর ২০২৩

নৌকা মার্কা’র ফরম নিলেন জি.এম আরাফাত

মনোয়ন সংগ্রহ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৫ আসনের আওয়ামীলীগের প্রার্থী হিসেবে দলীয় মনোয়ন সংগ্রহ করেছেন মহানগর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম মোহাম্মদ সোবহানী আরাফাত (জি.এম আরাফাত)।

রোববার বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়ন ফরম বিক্রির দ্বিতীয় দিনে জি এম আরাফাতের পক্ষে মহানগর আওয়ামীলীগের কার্যকরি সদস্য সাব্বির আহম্মেদ সাগর মনোনয়ন ফরম সংগ্রহ করেন। এ সময় উপস্থিত ছিলেন, জেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা ও ভিপি জামির হোসেন রনি, মহানগর স্বেচ্ছাসেবকলীগ নেতা তাহের উদ্দিন আহম্মেদ সানি, সদর থানা স্বেচ্ছাসেবকলীগের সাবেক সভাপতি শফিউল বাশার বাবু, জেলা ছাত্রলীগের সাবেক নেতা আল আমিন, রাসেল শিকদার, সাজ্জাদ হোসেন শাহেদ, রাজিব হোসেন, আব্দুল্লাহ অপু, সুমন, রিয়াদ আহম্মেদ, আবু আহম্মেদ, আরমান প্রমুখ।

সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগের ৫০জন নেতারা একত্রে যার যার আসনের মনোয়ন সংগ্রহ করেন। এ সময় জি এম আরাফাতের পক্ষে তার সমর্থকরা সংগ্রহ করেছেন বলে জানা গেছে।

এদিকে মনোয়ন ফরম সংগ্রহে জি এম আরাফাত জানান, আমার পিতা আলম চাঁন মুন্সি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে দেওভোগ ইউনিয়ন আওয়ামীলীগের ২২ বছর সাধারণ সম্পাদক ছিলেন। ছাত্রজীবনে দেওভোগ ইউনিয়ন ছাত্রলীগের শিক্ষা ও পাঠ্যচক্র বিষয়ক সম্পাদক নির্বাচিত হয়। এরপর ২০০৩ সালের নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সম্মেলনে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়। শান্তিময় পরিবেশে আওয়ামীলীগ সরকার গঠনে রাজপথে ছাত্রলীগের বলিষ্ঠ ভূমিকা রেখেছি। কেন্দ্রীয় ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়ে দেশব্যাপী ছাত্রলীগের সাংগঠনিক শক্তিশালী করেছি। ২০১৫ সালে নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক নির্বাচিত অদ্যবধি দায়িত্ব পালন করে যাচ্ছি। ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগের দলীয় মনোয়নপত্র সংগ্রহ করেছিলাম। এবারও দলীয় মনোয়নপত্র সংগ্রহ করে আজ সোমবার কেন্দ্রীয় কার্যালয়ে জমা দেয়া হবে। ক্লিন ইমেজে রাজনীতিবিদ হিসেবে নেত্রী শেখ হাসিনা আমাকে নারায়ণগঞ্জ-৫ আসনের মনোয়ন দিলে নির্বাচনে প্রস্তুত রয়েছি।