বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫

|

মাঘ ১ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

হরতালের সমর্থনে ঢাকা সিলেট মহাসড়কে যুবদলের মিছিল

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৩:০১, ২০ নভেম্বর ২০২৩

হরতালের সমর্থনে ঢাকা সিলেট মহাসড়কে যুবদলের মিছিল

সড়কে অগ্নিসংযোগ

নারায়ণগঞ্জে হরতালের সমর্থনে ঢাকা সিলেট মহাসড়কে মিছিল ও সড়কে অগ্নিসংযোগ করেছে জেলা যুবদলের নেতাকর্মীরা। 

সোমবার (২০ নভেম্বর) ঢাকা সিলেট মহাসড়কের নারায়ণগঞ্জের আড়াইহাজারের বান্টি এলাকায় জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনির নেতৃত্বে নেতাকর্মীরা এ মিছিল করেন। 

মিছিল থেকে তফসিল প্রত্যাখ্যান করে ও সরকারের পদত্যাগের দাবীতে এবং হরতালের সমর্থনে নানা শ্লোগান দেন নেতাকর্মীরা। এসময় আড়াইহাজার থানা যুবদল ও জেলা যুবদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

মশিউর রহমান রনি জানান, আমরা হরতালের সমর্থনে মিছিল করেছি। শান্তিপূর্ণ আমাদের সকল কর্মসূচীতেগুলোতে আমাদের নিয়মিত কার্যক্রম চলছে। আমাদের দাবি জনগনের দাবি, আর তা অবশ্যই পূরণ করেই আমরা ঘরে ফিরে যাব।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান উল্লাহ জানান, এরকম কোন মিছিলের তথ্য জানা নেই।