বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫

|

মাঘ ১ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

ফতুল্লায় হরতালের সমর্থনে যুবদলের মশাল মিছিল

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২৩:১৬, ২০ নভেম্বর ২০২৩

ফতুল্লায় হরতালের সমর্থনে যুবদলের মশাল মিছিল

মশাল মিছিল

নারায়ণগঞ্জের ফতুল্লায় হরতালের সমর্থনে মশাল মিছিল করেছে জেলা যুবদলের নেতাকর্মীরা। 

সোমবার (২০ নভেম্বর) ফতুল্লার বিসিক রোডে জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনির নেতৃত্বে এ মিছিল করে সংগঠনটির নেতাকর্মীরা। 

মিছিল থেকে হরতালের সমর্থনে ও তফসিল বাতিল এবং একদফার পক্ষে নানা শ্লোগান দেন নেতাকর্মীরা। এসময় গ্রেপ্তার নেতাকর্মীদের মুক্তিও দাবি করেন তারা। মিছিলটি বিসিক রোডে প্রদক্ষিণ করে শান্তিপূর্ণভাবে শেষ হয়। 

জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি জানান, হরতালের সমর্থনে আমাদের এই মিছিল। তফসিল প্রত্যাহার ও একদফা দাবি মেনে নেয়ার জন্য আমাদের এই কর্মসূচী চলবে। আমাদের গণতান্ত্রিক আন্দোলনে মিথ্যা মামলা দিয়ে আমাদের যেসব নেতাকর্মীদের গ্রেপ্তার করা হয়েছে তাদের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবি জানাই।