ফাইল ছবি
নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকনকে নিয়ে হতাশা ও ক্ষোভ প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির নেতাকর্মীরা। সাম্প্রতিক সময়ে রাজপথে কোন কর্মসূচিতেই দেখা মেলেনি এই নেতার। এমনকি নেতাকর্মীদের খোঁজখবরও নেয়া বন্ধ করে দিয়েছেন এই নেতা।
২৮ অক্টোবরে ঢাকায় বিএনপির সমাবেশে পুলিশের সাথে সংঘর্ষের ঘটনা লর পর থেকে রাজনৈতিক অঙ্গন থেকে হারিয়ে যান খোকন। গত ১৬ ডিসেম্বর ঢাকায় বিএনপির র্যালীতে দেখা গিয়েছিল খোকনকে। এরপর আবারও আত্মগোপনে চলে যান খোকন।
তফসিল ঘোষণার পর থেকে নেতাকর্মীদের সাথে যোগাযোগও বন্ধ করে দেন খোকন। যথাযথ দিকনির্দেশনা না পেয়ে আন্দোলন ব্যাপক ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানান নেতাকর্মীরা। এতে হতাশা প্রকাশ করেছেন তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা।
আন্দোলনের পুরো সময়ই মামলার ভয়ে নিজেকে রাজনীতি থেকে দূরে সরিয়ে রেখেছেন খোকন। নেতাকর্মীদের পাশে দাঁড়ানো দূরের কথা, কর্মীদের মাঠে নামতে দিকনির্দেশনাও দেননি তিনি। সামর্থ্য থাকা সত্বেও এসকল কারণেই নারায়ণগঞ্জে আন্দোলন সংগঠিত করতে ব্যর্থ হয়েছে বিএনপি।